কিছুটা বিস্ময়কর তো বটেই। আগের দিনই খবর ছড়িয়ে পড়ে করোনাভাইরাসে আক্রান্ত খালেদ মাহমুদ সুজন। রীতিমতো দেশবাসীর দোয়া চেয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। কিন্তু একদিন না যেতেই রোববার সেই সাবেক ক্রিকেটারটির মুখে হাসি। করোনা নেগেটিভ হয়ে গেলেন খালেদ মাহমুদ সুজন।
শনিবার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ায় জাতীয় দলের টিম লিডার হিসেবে যোগ দিতে পারেন নি। পজিটিভ হওয়ার পর সেদিনই ফের করোনাভাইরাস পরীক্ষা করান সুজন। এবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন এরপরই বলেন, ‘আলহামদুলিল্লাহ্ ভালো আছি। মনে হচ্ছে প্রথম টেস্টের ফল ফলস পজিটিভ ছিল। গতকাল আবার দ্বিতীয় পরীক্ষা করেছিলাম। এবার সেটির ফল নেগেটিভ। তৃতীয়বার পরীক্ষা করাই, সেটির ফল পেলাম। এটিও নেগেটিভ এসেছে।’
তবে জানা গেছে, আপাতত শ্রীলঙ্কা সিরিজে জাতীয় দলের সঙ্গে খালেদ মাহমুদের যোগ দেওয়ার সম্ভাবনা নেই। তারও আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শারিরীকভাবে সুস্থ আছেন সুজন। একই সঙ্গে যারা তার খোঁজ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক এই অলরাউন্ডার। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও প্রার্থনা করেছিলেন সুজন।
করোনা থেকে রক্ষা পেতে ভ্যাকসিনের দুই ডোজই নিয়েছিলেন সুজন। তার করোনা আক্রান্তের খবরে তাইতো কিছুটা বিস্ময়ও ছিল। কিন্তু এবার স্বস্তির খবর পেয়েছেন তিনি।
Discussion about this post