তিনি ছিলেন আশার ফুল। কিন্তু হঠাৎ এক ঝড়ে সেই তিনিই ঝরা ফুল! টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান তিনি।
আরো একটা বিপিএল যখন শুরু তখন সেই মোহাম্মদ অাশরাফুল আলোচনায়। কেননা, এই টুর্নামেন্ট ঘিরেই তো তার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল। ২০১৩ সালে দ্বিতীয় বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের এই তারকা ক্রিকেটার। পরে লুকোছাপায় যাননি তিনি। জানিয়ে দেন, ‘হ্যাঁ আমি ফিক্সিং করেছি। তাইতো অ্যাশকে দেয়া হয় ৫ বছরের নিষেধাজ্ঞা।
সেই আশরাফুল ফের মুখ খুললেন। তৃতীয় বিপিএলের শুরু ক্ষণে জানালেন, ‘দেখুন ১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে দেশকে অনেক দিয়েছি। কিন্তু একটি ভুলে সব শেষ! আমার এমন পরিণতি দেখে প্রত্যেক ক্রিকেটারকে শিক্ষা নেয়া উচিত।’
সেই ঘটনা থেকে নিজেও শিক্ষা নিচ্ছেন। এমন কী ফেরার স্বপ্ন দেখছেন আশরাফুল। বললেন, ‘নিষেধাজ্ঞা উঠে যেতে ১০ মাস বাকি। আশা করছি এরপর যেন ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারি। আর একটি সুযোগ চাই আমি।’
Discussion about this post