ক্রিকেট আমাদের কাছে বিনোদন, আনন্দ, উচ্ছ্বাসের খেলা। কিন্তু যারা মাঠে নামেন, তাদের জীবনেও আছে বেদনা, ক্ষতি আর হারানোর গল্প। একই দিনে সেই গল্পে ডুবে গেলেন দুই আন্তর্জাতিক ক্রিকেটার-বাংলাদেশের এবাদত হোসেন ও শ্রীলঙ্কার দুনিথ ওয়েলালাগে। দু’জনেরই জীবনে নেমে এসেছে অন্ধকার, কারণ দু’জনেই হারিয়েছেন তাঁদের প্রিয় বাবাকে।
বাংলাদেশি পেসার এবাদতের বাবার দীর্ঘদিনের ক্যান্সার লড়াই শেষ হলো হঠাৎ এক সন্ধ্যায়। ৭৮ বছর বয়সী নিজাম উদ্দিন চৌধুরী তখন ছেলের হাত ধরে যাচ্ছিলেন হাসপাতালে। কিন্তু পৌঁছানোর আগেই তিনি হারিয়ে গেলেন চিরদিনের মতো। বাবাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে কেঁপে ওঠেন এবাদত। শুধু পরিবার নয়, মৌলভীবাজারের গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে এই শোকের ছায়া।
আবুধাবিতে এশিয়া কাপের ম্যাচে জয় উদযাপন করছিল শ্রীলঙ্কা। আফগানিস্তানকে হারিয়ে যখন খেলোয়াড়রা স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন, তখনই দুনিথ ওয়েলালাগের কাছে পৌঁছে যায় নির্মম খবর।
ম্যাচ শেষে দলের মিডিয়া ম্যানেজার কানে কানে জানালেন-কলম্বোতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁর বাবা, সুরঙ্গা ওয়েলালাগে। মাঠে দাঁড়িয়ে ভেঙে পড়লেন এই তরুণ ক্রিকেটার। কয়েক মিনিট আগেও ছিলেন লড়াইয়ের অংশ, এরপরই জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়লেন। সেই বাবা, যিনি একসময় নিজেও ক্রিকেট খেলেছেন, যিনি ছেলেকে মাঠে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছিলেন-তিনি আর নেই!
একই দিনে দুই ক্রিকেটারের জীবনে এই বেদনাদায়ক ক্ষতি মনে করিয়ে দেয়, খেলোয়াড়রাও আমাদের মতো মানুষ। তারা যেমন মাঠে দেশের জন্য লড়েন, তেমনি ব্যক্তিজীবনে হারান আপনজন, ডুবে যান অশ্রুতে।
Discussion about this post