ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেই বলে স্বপ্নের মতো এক ইনিংস। যা করতে চাইলেন তারচেয়েও বেশি যেন পেলেন কাইল মায়ার্স। দল যখন হারের শঙ্কায় তখন খেললেন বীরোচিত এক ইনিংস। ৩৯৫ রানের লক্ষ্য দিয়ে খেলতে নামা দল যখন ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে তখনই মেলে ধরলেন নিজেকে।
চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন ২৮৫ রানে এগিয়ে থেকে শুরু করে বাংলাদেশের বোলারদের পাত্তা দেয়নি মায়ার্স। সঙ্গে বোনারও ছিলেন দুর্দান্ত। তাদের চতুর্থ উইকেটে জুটি ছিল ২১৬ রানের। বোনার ৮৬ রানে আউট। আর দলকে ৩ উইকেটের জয় এনে দিয়ে ২১০ রানে অপরাজিত মায়ার্স।
এশিয়ায় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল উইন্ডিজ। জয়ের নায়ক বাঁহাতি ব্যাটসম্যান ম্যাচ শেষে জানাচ্ছিলেন, ‘টেস্ট ক্রিকেটে খেলাটা দারুণ এক অনুভূতি। প্রথমে সেঞ্চুরি এরপর দুইশ আর ম্যাচ জেতা, সত্যিই এটা বিশেষ অনুভূতি।’
মায়ার্স মনে করেন এই ইনিংস তরুণদের অনুপ্রেরণা জোগাবে। আসলে হারতে জানতে হয় না। উইন্ডিজের এই ক্রিকেটার বলছিলেন, ‘কোচ, অধিনায়ক, সতীর্থ ও দেশে থাকা পরিবারকে ধন্যবাদ জানাতে চাই আমি। প্রত্যেকের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। একজন ক্রিকেটারের অভিষেক হলো আর সেই ম্যাচে ডাবল সেঞ্চুরি করলো, এটা অবশ্যই তরুণদের অনুপ্রাণিত করবে।’
Discussion about this post