ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তরুণ ক্রিকেটারদের নিয়ে প্রতিবছরই হয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) প্রোগ্রাম শনিবার এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় জানিয়েছেন, ১৮মে শুরু হবে নতুন মৌসুমের কার্যক্রম। এঅস্ট্রেলিয়ান কোচ সায়মন হেলমটের অধীনে চলবে ভবিষ্যত ক্রিকেটারদের পরিচর্যা। ক্যাম্পে ২৪ থেকে ২৫ ক্রিকেটার থাকবেন।
এবারের এইচপির কার্যক্রমকে আরও কার্যকরী ও বিশেষায়িত করার উদ্যোগ নিয়েছে বিসিবি। বিসিবি একাডেমি দল অথবা বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে এবার কোনো সম্পৃক্ততা থাকবে না। পৃথক কর্মসূচি হিসেবে পরিচালিত হবে এইচপি ক্যাম্প।
বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান জানালেন, ‘আমরা ১৮মে এইচপি শুরু করতে যাচ্ছি, কারণ প্রিমিয়ার লিগের কারণে এখন করা সম্ভব না। খেলোয়াড়ের সংখ্যাটা ২৪-২৫, এরকম হবে। কারণ এইচপি’র ম্যাচ খেলার প্রয়োজন হয়, যেন দুইটা টিম করে বিভক্ত হয়ে অনুশীলন করা যায়। বেশি অপশনের জন্য ২৪-২৫ জন রাখা হচ্ছে।’
এইচপিতে ২৩ বছর বয়স পর্যন্ত ক্রিকেটাররা জায়গা পাবেন। দূর্জয় বলেন, ‘একাডেমি আর এইচপি কিন্তু আলাদা। এবার আমরা বয়স বেধে দিয়ে এইচপিকে এইচপির মতো করে পরিচালনা করব। আমরা বয়সের কথা চিন্তা করেছি ২৩। যেহেতু ইমার্জিং কাপ নিয়মিত হয়, সেটাকে বিবেচনা করে অনূর্ধ্ব-২৩ এর মতো করে আমরা সাজাচ্ছি।’
এবারের এইচপি দল বিদেশি দলের সঙ্গে সিরিজ খেলার সুযোগ পাবে। গতবার অবশ্য এ জায়গায় সমস্যা ছিল। এ নিয়ে শনিবার দূর্জয় জানালেন, ‘আমাদের একটা সীমাবদ্ধতা ছিল গতবার। এইচপিকে কেউ ট্যুর দিচ্ছিল না, অথবা ‘এ’ টিমের সঙ্গে মিল ছিল না। এবার যেহেতু দুইটা জায়গাতেই সমস্যা সমাধান হয়েছে, যেমন শ্রীলঙ্কা আমাদের ট্যুর করতে রাজি হয়েছে। গতবার যেটা রাজি হচ্ছিল না বা ওদের আর্থিক কিছু জটিলতা থাকায় আমরা সেটা করতে পারিনি।’
Discussion about this post