জয় থেকে যেন এক পা দুরে এখন অস্ট্রেলিয়া। প্রিয় ভেন্যু ব্রিসবেনে ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল তারা। সেই দাপট মাঠেও ধরে রেখেছে স্টিভেন স্মিথের দল। এরইমধ্যে টেস্টের চতুর্থ দিন শেষেই জয়ের সুবাস পেতে শুরু করেছে দল। অ্যাশেষ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য সোমবার শেষ দিনে অস্ট্রেলিয়ার প্রয়োজন মাত্র ৫৫ রান। হাতে থাকছে পুরো দশ উইকেট। সবকিছু ঠিক থাকলে লাঞ্চের আগেই উৎসবে মাতবে দল। অ্যাশেজ সিরিজে ১-০তে এগিয়ে যাবে দল।
অস্ট্রেলিয়ান বোলারদের ঝড়ে রোববার চতুর্থ দিনে ২য় ইনিংসে ১৯৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ১ম ইনিংসে ২৬ রানের লিড পাওয়া অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন হয় ১৭০ রান। জবাবে দিন শেষ করেছে অজিরা বিনা উইকেট ১১৪ রানে।
সব মিলিয়ে প্রিয় ভেন্যুতে আরেকটি জয়ের দ্বারপ্রান্তে অজিরা। ব্রিসবেনের এই মাঠে ১৯৮৮ সালে অ্যালান বোর্ডারের অস্ট্রেলিয়াকে হারায় ভিভ রিচার্ডসের ওয়েস্ট ইন্ডিজ। তারপর গত ২৮ বছরে এই মাঠে স্বাগতিকরা টেস্ট হারেনি একটিও।
শেষ ইনিংসে ১৭০ রান লক্ষ্যে নেমে রোববার অস্ট্রেলিয়ার নতুন উদ্বোধনী জুটিই জয়টা অনায়াস করে দিল। অভিষেক ম্যাচ খেলতে নামা ক্যামেরন ব্যানক্রফট অপরাজিত আছেন ৫১ রানে। ডেভিড ওয়ার্নার ৬০ রানে নামবেন সোমবার সকালে।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩০২/১০ ও ২য় ইনিংস: ৭১.৪ ওভারে ১৯৫ (আগের দিন ৩৩/২) (কুক ৭, স্টোনম্যান ২৭, ভিন্স ২, রুট ৫১, মালান ৪, মইন ৪০, বেয়ারস্টো ৪২, ওকস ১৭, ব্রড ২, বল ১, অ্যান্ডারসন ০*; স্টার্ক ৩/৫১, হেইজেলউড ৩/৪৬, কামিন্স ১/২৩, লায়ন ৩/৬৭, স্মিথ ০/৮)।
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৩২৮/১০ ও ২য় ইনিংস: (লক্ষ্য ১৭০) ৩৪ ওভারে ১১৪/০(ব্যানক্রফট ৫১*, ওয়ার্নার ৬০*; অ্যান্ডারসন ০/১৭, ব্রড ০/১৪)।
Discussion about this post