ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাট করে দলের বিপদে ব্যাট হাতে ঝড় তুললেন কেন উইলিয়ামসন। করলেন ৪৮ বলে ৩ ছয় ও ১০ চারে ৮৫ রান। শেষ পর্যন্ত তার ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার সামনে ১৭৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড। শুরুটা দলটি ভাল হয়নি। তারপরও এতটা পর্যায়ে জ্বলে ওঠেন কেন উইলিয়ামসন। শেষ পর্যসবদ তার ঝড়ে দলটি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করে ১৭২ রান। উইলিয়াসন ছাড়া ব্যাট হাতে মার্টিন গাপটিল করেন ২৮ রান। শেষ করে ৭ বলে ১৩ রান করেন জিমি নিশামভ
অস্ট্রেলিয়ার হয়ে জম হেজেলউড নেন ১৬ রানে ৩ উইকেট। এছাড়া অ্যাডাম জ্যাম্পা নেন ১টি উইরেকট।
সেমিফাইনালে তোলা ড্যারিল মিচেল রোববার পারেননি নিজেকে মেলে ধরতে। শুরুতেই তিনি ফেরেন জস হেজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। এরপর অবশ্য দারুণ জুটি গড়েন গাপটিল ও উইলিয়ামসন। শেষ পর্যন্ত তাদের জুটি ভাঙেন জাম্পা। ইনিংসের ১২তম ওভারের প্রথম বলে গাপটিল ফিরেন স্টোয়নসের হাতে ক্যাচ দিয়ে। তার আগে তিনি করেন ৩৫ বলে ২৮ রান।
গাপটিল ফিরলেও ঝড় অব্যহত রাখেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত ইনিংসের শেষ দিকে এ তারকা সেঞ্চুরি থেকে ১৫ রান দুরে থেকে ফেরেন হেজেলউডের বলে। একই বোলারের বলে ফেরেন গ্ল্যান ফিলিপস ১৭ বলে ১৮ রান করে। শেষ দিকে জিমি নিশাম ও টিম সেইফার্টের সৌজন্যে ১৭০ রানের ওপরে নিজেদের সংগ্রহ নেয় কিউইরা।
Discussion about this post