এ মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। সেই দলের নেতৃত্বে থাকবেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন।
তাকে অধিনায়ক রেখে শনিবার বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে সফরসূচিও প্রকাশ করে বোর্ড। সফরে হাই পারফরম্যান্স সেন্টারের সঙ্গে দুটি চার দিনের ম্যাচ, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে নাসিরের দল।
১৫ সদস্যের সেই ‘এ’ দলের সহ-অধিনায়ক নাঈম ইসলাম। দলে নাসির-নাঈম ছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মুমিনুল হক, ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব, শামসুর রহমান, সোহাগ গাজী, ইলিয়াস সানি এবং রবিউল ইসলাম।
ঘরোয়া ক্রিকেটে সাফল্যের পথ বেয়ে ডাক পেলেন
উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদ, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান।
২২ মে বার্বাডোজে পৌছবে ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ দল: নাসির হোসেন (অধিনায়ক), নাঈম ইসলাম (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল হক, মার্শাল আইয়ুব, আবদুল মজিদ, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান, সোহাগ গাজী, মুক্তার আলী, ইলিয়াস সানি, রবিউল ইসলাম, শুভাশীষ রায় এবং তাইজুল ইসলাম।
সফরসূচি-
তারিখ ম্যাচ
২৬-২৯ মে প্রথম চার দিনের ম্যাচ
২-৫ জুন দ্বিতীয় চার দিনের ম্যাচ
৮ জুন প্রথম এক দিনের ম্যাচ
১০ জুন দ্বিতীয় এক দিনের ম্যাচ
১২ জুন তৃতীয় এক দিনের ম্যাচ
১৪ জুন প্রথম টি-টুয়েন্টি ম্যাচ
১৫ জুন দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ
- সবগুলো ম্যাচই হবে বার্বাডোজে।
Discussion about this post