ফের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এবার জাতীয় দল নয়। বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। ওয়েস্ট ইন্ডিজ সফরে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন। দুই ফরম্যাটের দলেরই অধিনায়ক করা হয়েছে এই ব্যাটসম্যানকে।
মিরপুরের শেরেবাংলা এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন জাতীয় নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি জানালেন, ‘এ’ দলের সফরের দুই ফরম্যাটেই নেতৃত্ব দেবে মিঠুন। জাতীয় দলের ফেরার মিশন হিসেবে এই সফরটাকে কাজে লাগাতে পারেন এই ব্যাটসম্যান।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে উইন্ডিজ যাওয়ার কথা ছিল ‘এ’ দলের। কিন্তু ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের অনুরোধেই ‘এ’ দলের সফর পিছিয়ে যায়। এ অবস্থায় দুটো চার দিনের ম্যাচ আর তিনটি একদিনের ম্যাচ খেলতে শুক্রবার উইন্ডিজের পথে ঢাকা ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল।
৩১ জুলাই উইন্ডিজ যাওয়ার সূচি থাকলেও সেই সূচিতে পরিবর্তন এসেছে। ২৯ জুলাই সন্ধ্যা পৌনে আটটায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে দেশ ছাড়বে ‘এ’ দল। টিকিট জটিলতায় জাতীয় দলের ক্রিকেটাররা কয়েক ধাপে গেলেও এবার ‘এ’ দল যাচ্ছে একই ফ্লাইটে।
সফরে ৪ আগস্ট শুরু মাঠের লড়াই। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে এদিন শুরু প্রথম চারদিনের ম্যাচে। সফরের প্রতিটি ম্যাচের ভেন্যু সেন্ট লুসিয়া। ১০ আগস্ট থেকে হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। ১৬ আগস্ট থেকে শুরু ওয়ানডে ম্যাচ। ১৮ ও ২০ আগস্ট পরের দুটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
২০১৯ সালের পর আবার ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। দলে আছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে গত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দুর্দান্ত খেলা ব্যাটসম্যান সাব্বির রহমান। এটি তার জন্য জাতীয় দলে ফেরার মিশন। একইভাবে ফেরার লড়াইয়ে সামিল হতে পারছেন জাতীয় দল থেকে ছিটকে যাওয়া সৌম্য সরকার, নাঈম শেখরাও।
চারদিনের ম্যাচের দল
সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোহাম্মদ এনামুল হক।
ওয়ানডে ম্যাচের দল
সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।
Discussion about this post