চলতি বছর ব্যস্ত সূচি বাংলাদেশের ক্রিকেটারদের। যেন দম ফেলারও সময় নেই। এখন জাতীয় দল রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখান থেকে ফিরে দিন কয়েকের বিশ্রাম তারপরই আরেক মিশন। তারপর এশিয়া কাপ শেষ হতেই বাজবে বিশ্বকাপের সুর। একইসঙ্গে ঘরোয়া ক্রিকেটেও ব্যস্ততার কমতি নেই।
উইন্ডিজ সফর থেকে আগামী ১৮ কিংবা ১৯ জুলাই দেশে পৌঁছাবে বাংলাদেশ ক্রিকেট দল। ফিরেই সপ্তাহ খানেকের বিশ্রাম। এরপরই তামিম ইকবালরা জুলাই মাসের শেষে যাবেন জিম্বাবুয়ে সফরে।
ফিউচার ট্যুর প্ল্যান জানাচ্ছে আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সমান ৩টি করে ওয়ানডে আর টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ দল। অবশ্য এই সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু সফর নিয়ে নিশ্চয়তা দিল বোর্ড।
মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, ‘জিম্বাবুয়ে বোর্ডের সাথে কথা বলে আমরা মোটামুটি একটা সূচি চূড়ান্ত করেছি। যেহেতু জিম্বাবুয়ের বোর্ড স্বাগতিক, তারাই এটা ঘোষণা করবে। আশা করছি ২-১ দিনের মধ্যে প্রকাশিত হবে। জুলাইয়ের শেষের দিকে আমাদের দল যাবে। আগস্টের মধ্যেই তিনটা ওয়ানডে ও তিনটা টি-টুয়েন্টি খেলে দল বাংলাদেশে ফিরবে।’
উইন্ডিজ সফর থেকে ফিরে বিশ্রামের সুযোগ নেই। তারপর আবার জিম্বাবুয়ে সফর। চাপ বাড়তি হয় কীনা এনিয়ে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘পুরো বিষয়টা টিম ম্যানেজমেন্ট ঠিক করে। শীঘ্রই আমরা ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট, সিনিয়র খেলোয়াড়, নির্বাচক, বোর্ডের সংশ্লিষ্টদের সঙ্গে বসে ঠিক করে নেব। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে এশিয়া কাপ ক্রিকেট পর্যন্ত বাংলাদেশের সূচি ঠিক করে জানিয়ে দিতে পারব।’
সন্দে নেই এই বছর বেশ কঠিন সময় অপেক্ষা করছে টাইগার ক্রিকেটারদের।
Discussion about this post