অ্যান্টিগা টেস্টে শুক্রবার দিনটা একেবারে মন্দ কাটেনি বাংলাদেশের। আগের দিন হতাশায় ডুবলেও এদিন অন্তত বোলাররা পেয়েছেন সাফল্য। আরেকটু সরাসরিই বলা যায়-মেহেদী হাসান মিরাজ বল হাতে দেখিয়েছেন চমক! স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তুলেছে ২ উইকেটে ৫০ রান। ওপেনার মাহমুদুল হাসান জয় ৬০ বলে খেলছেন ১৮ রানে। নাজমুল হাসান শান্ত ২৩ বলে ৮।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ তুলে অলআউট হয়ে ২৬৫ রান। ১৬২ রানের লিড নেওয়া স্বাগতিকরা এখনও এগিয়ে ১১২ রানে।
এর আগে বল হাতে চমক দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ২২.৫ ওভারে ৫৯ রানে ৪ উইকেট তুলেছেন এই অফ স্পিনার। তার যাদুতেই ২৬৫ রানে অলআউট হয় উইন্ডিজ। দেশের বাইরে বল হাতেও দারুণ সফল তিনি। সেই সাফল্যের রহস্যটা কি?
শুক্রবার দিনের খেলা শেষে মিরাজ বলেন, ‘দেখুন, আমার কাছে মনে হয় উইকেট কিছুটা ধীরগতির ছিল। এই উইকেটে শুধু একই জায়গায় বল করে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত। এতে করে ব্যাটসম্যানদের আউট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি আসলে তখন ডট বল দেওয়াতে মনোযোগ দিয়েছি।। তারপরই এসেছে সাফল্য।’
মিরাজ আরও যোগ করলেন, ‘প্রথম দুই-তিন স্পেলে আমি উইকেটের জন্য বল করেছি। এটাই সমস্যা হয়েছিল। এরপর আমি রান আটকানোর দিকে যাই। ওভারপ্রতি আড়াই রানের মতো দিলে সুযোগ আসবে বলে মনে করেছিলাম। এমনই হয়েছে। আমি প্রথম ২-৩ টা স্পেলে হতাশ ছিলাম কারণ ভালো বোলিং হচ্ছিল না, ঠিক জায়গায় করতে পারছিলাম না। মানসিকভাবে ফোকাসড হওয়াটা জরুরী ছিল। সে ক্ষেত্রে আমার সতীর্থ মুমিনুল ও তাইজুল আমাকে দারুণ সমর্থন দিয়েছে। তাদের দুজনকে ধন্যবাদ দিতে চাই।’
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৩২.৫ ওভারে ১০৩/১০ (তামিম ২৯, জয় ০, শান্ত ০, মুমিনুল ০, লিটন ১২, সাকিব ৫১, সোহান ০, মিরাজ ২, মুস্তাফিজ ০, ইবাদত ৩*, খালেদ ০; রোচ ৮-২-২১-২, সিলস ১০-২-৩৩-৩, জোসেফ ৮.৫-২-৩৩-৩, মেয়ার্স ৫-২-১০-২, মোটি ১-০-১-০)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১১২.৫ ওভারে ২৬৫/১০ (ব্র্যাথওয়েট ৯৪, বনার ৩৩, ব্ল্যাকউড ৬৩, মেয়ার্স ৭, ডা সিলভা ১, জোসেফ ০, রোচ ০, মোটি ২৩*, সিলস ১; মুস্তাফিজ ১৮-৭-৩০-১, খালেদ ২২-৪-৫৯-২, ইবাদত ২৮-৮-৬৫-২, সাকিব ২১-৫-৪৮-১, মিরাজ ২২.৫-৬-৫৯-৪, শান্ত ১-১-০-০)
বাংলাদেশ ২য় ইনিংস: ২০ ওভারে ৫০/২ (তামিম ২২, জয় ১৮*, মিরাজ ২, শান্ত ৮*; রোচ ৮-৪-১৯-০, সিলস ৪-০-১৬-০, জোসেফ ৬-২-১৪-২, মেয়ার্স ২-১-১-০)
# অ্যান্টিগা টেস্টের ২য় দিন শেষে
Discussion about this post