ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে জাতীয় দলে ফিরলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেই দেখা যাবে এই অলরাউন্ডারকে। আবারো জাতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে তাকে। মাহমুদউল্লাহ রিয়াদ আগের মতোই দ্বায়িত্ব মুক্ত হবেন। আঙুলের চোট থেকে সেরে ওঠার পর সাকিব ব্যাটিংই শুরু করেছেন। চোট কাটিয়ে উঠেছেন তিনি। এ কারণেই ক্যারিবীয়দের বিপক্ষে সাকিবকে অধিনায়ক করেই চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি।
শনিবার ঘোষিত ১৩ জনের বাংলাদেশ দলে ফিরেছেন সৌম্য সরকার। অফস্পিনার নাঈম হাসানও আছেন দলে। তবে সিরিজ থেকে বাদ পড়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী অার নাজমুল ইসলাম অপু। চোটের কারণে এই সিরিজেও নেই তামিম ইকবাল।
বাংলাদেশের ১৩ জনের মধ্যে দুজন পেসার-মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ। আর স্পিনে তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ, অনুর্ধ্ব-১৯ দলের নাঈম ইসলাম। আর সাকিব তো আছেনই। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টে ব্যাট হাতে লিটন দাসের ব্যর্থ। জিম্বাবুয়ের বিপক্ষে চার ইনিংসে লিটনের স্কোর ৯, ২৩, ৯ ও ৬। এ কারণেই নির্বাচকরা আরেকবার সৌম্য সরকারকে সুযোগ দিয়েছেন। সবশেষ তিনি টেস্ট খেলেছেন গত বছর সেপ্টেম্বরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবশ্য সাফল্য পাননি তিনি।
২২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহীম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান।
Discussion about this post