ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
টেস্ট সিরিজের দলে ছিলেন না তারা। সেই ৬ ক্রিকেটাররা এবার রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়লেন। মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয় ও মুস্তাফিজুর রহমান রয়েছেন ক্যারিবীয় দ্বীপের পথে। এই দলেন নেতা মাশরাফি বিন মতুর্জা স্ত্রীর অসুস্থতার কারণে এখনো রওনা দিতে পারেন নি।
গত শুক্রবার সন্ধ্যায় উইন্ডিজের উদ্দেশে যাত্রা শুরু হয় মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপুর। তারপর মাঝরাতে তাদের অনুসরন করেন এনামুল হক বিজয় ও মুস্তাফিজুর রহমান।
অবশ্য এরইমধ্যে জানা সোমবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মাশরাফি। স্ত্রী সুমনা হক সুমীর অসুস্থতার কারণে তার সফর নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা কেটে গেছে। দুই সপ্তাহ প্রচন্ড জ্বরে ভুগে হাসপাতালে অ্যাপেলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুমী। এরপর রক্ত পরীক্ষায় এক ধরনের ব্যাকটেরিয়া ধরা পড়ে। সেই ধাক্কা সামলে উঠতে চলে চিকিৎসা। এখন ভালোর দিকে। তারপরই সফরের জন্য প্রস্তুত হতে শুরু করেছেন মাশরাফি। বোর্ডকে জানিয়ে রেখেছেন সবকিছু ঠিকমতো এগিয়ে গেলে সোমবার মধ্যরাতে রওনা দেবেন ওয়ানডে অধিনায়ক।
সেক্ষেত্রে মাশরাফির সিরিজে খেলা নিয়ে কোন শঙ্কাই থাকবে না। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ২২ জুলাই। দ্বিতীয় ম্যাচ ২৫ জুলাই। তৃতীয় ও শেষ ম্যাচ ২৮ জুলাই অুনষ্ঠিত হবে।
Discussion about this post