ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিয়েরন পোলার্ড, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, জেসন হোল্ডার, রোস্টন চেজ, ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ ও শেন ডাওরিচদের মতো তারকা ক্রিকেটাররা আসছেন না বাংলাদেশ সফরে। করোনা সংক্রমণের শঙ্কায় সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন তারা। বলতে গেলে টাইগারদের বিপক্ষে খেলতে দ্বিতীয় সারির দলই পাঠাচ্ছে উইন্ডিজ।
এই সিদ্ধান্তটা অবশ্য ভালো লাগেনি হাবিবুল বাশার-মুমিনুল হকের। তারা আশা করেছিলেন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দীর্ঘদিন পর মাঠের ক্রিকেটে লড়বে।
বাংলাদেশ সফরের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সেখানে তারকা ক্রিকেটারদের বেশির ভাগই নেই। কেউ করোনার শঙ্কায়, আর কোনো কোনো খেলোয়াড় নেই ব্যক্তিগত কারণে। বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার এজন্য একটু দুঃখই পেয়েছেন। সঙ্গে কিছুটা অসম্মানিতও বোধ করছেন, ‘খুব দুঃখ লাগল। খুব অসম্মানিত মনে হলো। কিন্তু করোনার কারণে অসম্মানিতও বলতে পারছি না। করোনার কারণে যদি না আসে তাহলে তো কিছু বলতে পারবেন না। কিন্তু আমার যুক্তি হলো, ওরা সব জায়গায় খেলছে, বাংলাদেশে অন্যান্য জায়গা থেকে কোভিড-১৯ ভালো ব্যবস্থাপনা করেছি, নিয়ন্ত্রণ করেছি। দুটি টুর্নামেন্ট করেছি সফলভাবে। সব জায়গায় তো মানুষ মারা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এলে কোভিডের সমস্যা হয়, এ যুক্তিটা বুঝে ওঠা কঠিন।’
টেস্ট অধিনায়ক মুমিনুল হকও কিছুটা আশাহত। পূর্ণ শক্তির দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটের পরীক্ষা দেওয়া হলো না তাঁর, ‘সবাই আশাই করে যে নিয়মিত দলটাই আসবে। শুধু আমি না, সবাই এটাই আশা করেছিল।’
ঘরের মাঠে বাংলাদেশ জিততে নামে, সেটা যে দলই হোক না কেন। তাই ওয়েস্ট ইন্ডিজকে মুমিনুল দেখছেন সেভাবেই, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ছোট-বড় চিন্তা করে খেলা যাবে না। দল দেখে যদি ভাবেন আপনি জিতে যাবেন, এটা ঠিক না। মূল ক্রিকেটার নেই, তার মানে এই না যে দল ওদের হালকাভাবে নেবে। দেশে খেললে আমাদের প্রত্যাশা থাকে আমরা ভালো করব। আর টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা অবশ্যই জয়ের জন্যই যাব। সেটা এই দল না, ওদের মূল দল এলেও আমাদের মানসিকতা একই থাকত।’
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল-
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনের, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, ক্যাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শেন মোজলি, ভিরাসামি পেরমল, কেমার রোচ, রেমন রিফার, জোমেল ওয়ারিক্যান।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল-
জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, এনক্রুমা বোনের, জশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কেজর্ন ওটলি, রভম্যান পাওয়েল, রেমন রিফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।
Discussion about this post