ওয়েস্ট ইন্ডিজ ফের উড়ে গেল। করাচিতে পা রেখে ২৪ ঘন্টা না যেতেই মাঠে নেমে হেরেছিল প্রথম ম্যাচ। সেখানে তাদের ১৪৩ রানে হারায় পাকিস্তান। মঙ্গলবার একই ভেন্যুতে অবারও ক্যারিবিয়দের বিধ্বস্ত করল সরফরাজ আহমেদের দল। ৮২ রানের জয়ে নিশ্চিত করেছে ২-০ ব্যবধানের সিরিজ। পাকিস্তানের ২০৫ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১২৩ রানে।
বুধবার একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচটি তাই নিছক আনুষ্ঠানিকতা।
প্রথম ম্যাচে করা ২০৩ ছিল পাকিস্তানের টি-টুয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ। মঙ্গলবার পাকিস্তান ৩ উইকেটে তুলল ২০৫ রান। ম্যাচসেরা বাবর আজম খেলেন ৫৮ বলে ১৩ বাউন্ডারি ১ ছক্কায় অপরাজিত ৯৭ রানের দুর্দান্ত ইনিংস। হুসেইন তালাত করেন ৪১ বলে ৬৩। জবাবে ১৯.২ ওভারে ১২৩ রানে অলআউট ওয়েস্টইন্ডিজ। চ্যাডউইক ওয়ালটনের ব্যাট থেকে আসে ইনিংসের সর্বোচ্চ ৪০। মোহাম্মদ আমির নেন ২২ রানে ৩ উইকেট।
টি-টোয়েন্টিতে এই নিয়ে টানা সপ্তম সিরিজ জিতলো পাকিস্তান। মজার ব্যাপার হল সরফরাজ আহমেদের নেতৃত্বে এখন পর্যন্ত কোনো সিরিজ হারেনি দলটি।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ২০ ওভারে ২০৫/৩ (ফখর ৬, বাবর ৯৭*, তালাত ৬৩, আসিফ ১৪, মালিক ১৭*; পল ০/৩৪, এমরিট ১/৪৭, বদ্রি ০/২৬, উইলিয়ামস ১/৪৩, স্মিথ ১/৪০, পাওয়েল ০/১৩)
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.২ ওভারে ১২৩ (ওয়ালটন ৪০, ফ্লেচার ১, স্যামুয়েলস ১২, জেসন ১৫, রামদিন ২১, পাওয়েল ৩, পল ১৭, এমরিট ১, উইলিয়ামস ১, স্মিথ ৬, বদ্রি ২*; নওয়াজ ১/১৯, আমির ৩/২২, হাসান ১/৩৩, শাদাব ২/২৩, আশরাফ ০/১১, তালাত ২/১২)
ফল: পাকিস্তান ৮২ রানে জয়ী
ম্যাচসেরা: বাবর আজম
Discussion about this post