ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে ২০০ উইকেট আর তিন হাজার রানে ক্লাবে নাম লেখালেন সাকিব সাকিব আল হাসান। ৫৪ টেস্টে সাকিব এই ডাবল পূর্ণ হয়েছে এই অলরাউন্ডারের। ইংল্যান্ডের ইয়ান বোথাম ৫৫ টেস্টে রেকর্ড গড়েন। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পৌনে তিনদিনেই টেস্ট জয়ের ম্যাচটা মনে রাখার মতো হল সাকিবের। ৬৪ রানের সেই জয়ে দারুন তৃপ্তি পেয়েছেন তিনি। তবে মাটিতেই পা থাকছে বাংলাদেশ অধিনায়কের।
একইসঙ্গে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের স্পিন স্বর্গরাজ্যে নিয়েও প্রশ্ন নেই তার। সব মিলিয়ে সাকিবের চোখ ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া পরের টেস্টে।
শনিবার চট্টগ্রাম টেস্ট শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক সাকিব বলেন, ‘দেখুন, ২০০ উইকেট পাওয়ার পর অনুভূতিটা ভালো হতো না যদি না জিততাম। যেহেতু জিতেছি এখন অনুভূতিটা অনেক ভালো। যেটা হচ্ছে যে, যখন ম্যাচটা জিতে যাই, তখন খুশিটা একটু বেশি লাগে। কিন্তু ম্যাচ না জিতলে, টিম যদি ভালো রেজাল্ট না করে তখন এই সাকসেস গুলো আসলে ওইভাবে প্রকাশ করা যায় না। এখন এসব নিয়ে প্রশ্ন হচ্ছে, তখন হারের ব্যাখ্যা নিয়েই প্রশ্ন আসতো।’
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট প্রসঙ্গে সাকিব বলেন, ‘প্রতিটা উইকেটই আমার কাছে মনে হয় আলাদা। আর আনপ্লেয়েবল বলবো না কারণ তা না হলে নবম উইকেট পার্টনারশিপ ৫০-৬০ রানের হতো না। সো আনপ্লেয়েবল অবশ্যই ছিল না। আমাদের হোমে যে ধরনের উইকেট হওয়ার উচিত কিংবা দরকার, সেই ধরনের উইকেটই তাঁরা বানানোর চেষ্টা করেছে। উইকেট যেমনই আমরা যদি ভালো জায়গায় বল না করি তাহলে কিছুই কাজে আসে না। এগুলো আসলে সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।’
একই সঙ্গে অধিনায়ক প্রশংসায় মাতলেন বল হাতে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল ইসলামের। বন্দনা করলেন অভিষেকে নজর কাড়া স্পিনার নাঈম হাসানেরও।
Discussion about this post