ক্রিকবিডি২৪.রিপোর্ট
নানা পেশার নানা অঙ্গনের মানুষ সোমবার পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করছেন। যে তালিকায় রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারেরা! তাদের মধ্যে অন্যতম মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, ও সাকিব আল হাসান।
ফেসবুক পেজে ঈদ গাঁ ময়দানে পরিবারের সদস্যদের সঙ্গে একটি ছবি পোস্ট করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহতের সঙ্গে যুক্ত হওয়া। ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আমাদের সকল ইবাদত, ত্যাগ, কোরবানি কবুল করে নেন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং পশু কোরবানির মাধ্যমে অর্জিত প্রিয় ও মূল্যবান ঈমানী জজবা আল্লাহর রাস্তায় ব্যয় করার শিক্ষায় আমাদের জীবন পরিচালিত করেন ইনশাল্লাহ। আমার পরিবারের পক্ষ থেকে দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।’
এদিকে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করে সাব্বির ঈদ শুভেচ্ছায় লিখেছেন, ‘এই বিশেষ দিনটি সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি বর্ষণ করুক।’
বন্ধু-বান্ধবদের সঙ্গে সোমবার একটি ছবি পোস্ট করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর পেসার তাসকিন আহমেদও ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। ফেসবুকে পারিবারিক কয়েকটি ছবি পোস্ট করে তাসকিন লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’
ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ভক্তদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন রুবেল হোসেন, ‘ত্যাগের মহিমায় আলোকিত হোক জীবন…সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা!’
মেহেদী হাসান মিরাজ ফেসবুকে ঈদ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ্ তাআলার নামে পশু কোরবানির আগে অন্তরের কলুষিত মনোভাব এবং পশুত্বকে ঝেড়ে ফেলি।সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।’
মোস্তাফিজুর রহমান সাদা পাঞ্জাবি পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক।’
Discussion about this post