ঈদ আমেজ এখন বাংলাদেশে। নাড়ির টানে সবাই ছুটছেন গ্রামের পথে। শত কষ্ট এক পাশে সরিয়ে রেখে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকেই ছেড়েছেন ঢাকা। পবিত্র রমজান শেষে ঈদ উল ফিতর।
প্রতিবারের মতো এবারো ক্রিকবিডিটুয়েন্টিফোর ডট কম-এ থাকছে ঈদ আয়োজন। টানা সাতদিনই পাবেন ভিন্ন স্বাদের সংবাদ! মজার মজার বিষয় নিয়ে প্রতিবেদন। থাকবে হাবিবুল বাশার, খালেদ মাসুদ পাইলট, জাভেদ ওমরসহ তারকা ক্রিকেটারদের, প্রিয় প্রসঙ্গ আর ঈদ অভিজ্ঞতার গল্প।
পাঠক আপনাদের সবাইকে ঈদ শুভেচ্ছা। পুরো আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন!
Discussion about this post