ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্ত্রীকে সারপ্রাইস দিতে তুলনা নেই সাকিব আল হাসানের। এর আগে উম্মে আহমেদ শিশিরের অনেক স্বপ্নপুরণ করেছেন তিনি। এবার ঈদে ফের চমকে দিলেন সাকিব। স্ত্রীকে দিলেন লোভনীয় এক উপহার।
করোনার এই সময়টাতে স্ত্রী-সন্তানের সঙ্গে সাকিব রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ইদ উল আযহার এই দিনে দুই কন্যা আর স্ত্রীকে নিয়েই কাটছে সময়। এরমধ্যে কিছুদিন আগে দ্বিতীয় কন্যার জন্মের পর থেকে উৎসব লেগে আছে সাকিবের ঘরে।
এবার আনন্দের রেশ বাড়িয়ে দিতে স্ত্রীকে দিলেন দারুণ এক উপহার। স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে একটি মার্সিডিজ বেঞ্জ উপহার দিয়েছেন সাকিব। স্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে গাড়ির ছবি দিয়ে এ খবর জানালেন ভক্তদের।
সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির গাড়ির ছবি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘বরের পক্ষ থেকে ঈদি।’
করোনাভাইরাস দুর্গতদের সহায়তা করার পর বন্যার্তদেরও নিজের ফাউন্ডেশন থেকে সহায়তা করেছেন সাকিব। সবাইকে আহবান করেছেন অসহায়দের পাশে দাঁড়াতেও বলেছেন তিনি।
ফিক্সিংয়ের প্রস্তাব আকসুকে না জানিয়ে এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি চলছে সাকিবের। এ বছরের ২৯ অক্টোবর শেষ হবে শাস্তি বাংলাদেশের এই অলরাউন্ডারের। তার আগে আগষ্ট থেকেই লন্ডনে করবেন অনুশীলন। তারপর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে সাকিবের।
Discussion about this post