দেশে এখন ঈদের আমেজ। আসছে ১০ জুলাই পালিত হবে ঈদ উল আজহা। তার আগে দেশের ঘরোয়া ক্রিকেটাঙ্গনে ছুটির আমেজ।
ঈদের ছুটিতে গেছেন বিসিবি এইচপি ও বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা। জাতীয় দলের পাইপলাইন শক্ত করতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ টাইগার্স ও হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কার্যক্রম পরিচালনা করছে। যা এখন চলমান।
দেশের মাঠেই চলেছে দুই দলের আলাদা ক্যাম্প। এরমধ্যে রাজশাহীতে নিজেদের মধ্যে একটি চারদিনের ম্যাচ খেলেছে। এবার দুই দলের ক্রিকেটারদের মধ্য থেকে দল গঠন করে ‘এ’ দল গড়া হবে। উইন্ডিজ সফরে যাওয়ার আগে এইচপির সঙ্গে লড়বে ‘এ’ দল।
ঢাকার বাইরেই হবে ম্যাচগুলো। খুলনায় অনুষ্ঠিত হবে এইচপি ইউনিট এবং বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ। সেই লড়াইয়ে একটি তিন দিনের ম্যাচের সঙ্গে থাকবে দুটি একদিনের ম্যাচ। এই প্রস্তুতি শেষে জুলাইয়ের শেষদিকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে ‘এ’ দল।
এখন ঈদের ছুটিতে আছেন এইচপি আর বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা। ঈদের ছুটি শেষ হলেই ঘোষণা হবে ‘এ’ দল। তারপর আগামী ১৬ জুলাই খুলনায় পৌঁছে দুই দিন অনুশীলন। এইচপি ইউনিট আর ‘এ’ দল অনুশীলন শেষে ১৯ ও ২১ জুলাই দুটি ওয়ানডে ম্যাচ খেলবে। ২৪ জুলাই তিন দিনের ম্যাচ।
জুলাইয়ের শেষে বাংলাদেশ ‘এ’ দলের উইন্ডিজ সফর। ঠিক সেই সময়টাতে বাংলাদেশ টাইগার্স ও এইচপির বাকি ক্রিকেটাররা সিরিজ খেলবে দেশে। লিজেন্ডস অব রূপগঞ্জের দুই তারকা ক্রিকেটার নাঈম ইসলাম ও সাব্বির রহমান ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে।
Discussion about this post