ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রোজার ঈদের আগেই পাওনা টাকা বুঝে পাওয়ার কথা ছিল। কিন্তু কুরবানির ঈদ এসে গেছে, টাকা মিলছে না। তাইতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন ভুক্তভোগী ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরের বকেয়া পাওনা এখনো পায়নি ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। আর সেই টাকা পেতে রোববার মিরপুরে বিসিবির কার্যালয়ে যান অলক কাপালিরা।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাছে এনিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন ক্রিকেটাররা। তবে মিলেনি কোন সুখবর। শুধু পুরনো আশ্বাসটাই পেয়েছেন। নিজামউদ্দিন চৌধুরী জানান, আগামী মাসের মধ্যেই বকেয়া পাওনা পরিশোধ হবে। যদিও এনিয়ে সরব ব্রাদার্স অধিনায়ক অল কাপালি দ্রুত সমাধান চাইছেন।
অলক কাপালি রোববার বলেন, ‘আমরা বিসিবির এই প্রস্তাবটা মেনে নিতে পারছি না। কারণ তারা আড়াই মাস আগেও এমন প্রস্তাব দিয়েছিল ব্রাদার্স। এরপর রোজার ঈদ শেষ হয়েছে। আর কুরবানির ঈদও এসে গেছে। পাওনা টাকার কোন খবর নেই। এখন বলা হচ্ছে, সেপ্টেম্বরের মধ্যে টাকা পাবো। এই কথায় কি আস্থা রাখা যায়?’
এখানেই শেষ নয়, জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালি আরো বলেন, ‘সবাই প্রিমিয়ার লিগের টাকা দিয়েই চলে। প্রিমিয়ার লিগই আমাদের মতো ক্রিকেটারের রুটি-রুজি। এ অবস্থায় ঈদের সামনে এসে যদি এই কথা শুনি তবে তো বিস্মিত হতেই হয়। বিসিবির কাছে অনুরোধ থাকবে- প্লেয়ার্স বাই চয়েজ যাতে না করা হয়; চুক্তিতে খেললে কিন্তু সমস্যা হয় না। চুক্তিতে খেলতে পারলে টাকাও বেশি পাই আমরা।’
লিগ শুরুর আগে তিন কিস্তিতে টাকা পরিশোধ করার নিয়মও করেছে আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। শুরুর আগেই ৫০ ভাগ, চলাকালীন সময়ে ২৫ ভাগ করে আর লিগ শেষ হওয়ার পর বাকী ২৫ শতাংশ। কিন্তু সেটা সব ক্লাব মানছে না। গত এপ্রিলের ৫ তারিখ লিগে শেষ হলেও। পাওনা দেয়নি তারা।
Discussion about this post