আগামী মাসেই ফের বাংলাদেশে দেখা যেতে পারে আফগানিস্তান ক্রিকেট দলকে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে বাংলাদেশ সফরের কথা তাদের। কিন্তু ভারতের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সূচি পরিবর্তনের অনুরোধ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
জানা গেল-সিরিজের মাঝেই বাংলাদেশ থেকে ভারত সফর করবেন আফগানরা। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী এই সফরে ২টি টেস্ট তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলার কথা। এই সূচি থেকে একটি টেস্ট ম্যাচ কমানোর অনুরোধও আছে এসিবির।
এ অবস্থায় লন্ডনে বাংলাদেশ দলের সঙ্গে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন-ইতিবাচকভাবেই ব্যাপারটা ভাবছেন তারা। তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে আমাদের দুটি টেস্ট হওয়ার কথা। আমরা একটা টেস্ট কমিয়ে এনেছি। এখন একটা টেস্ট, তিনটা ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলব। এটাই সূচি। যেহেতু আগের সূচিতে পরিবর্তন হয়েছে, এটা নিয়ে আফগানিস্তান বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছে। আমার মনে হয় আজ-কালের মধ্যে ভেন্যু ফাইনাল হয়ে যাবে, কোথায় খেলা হবে।’
বাংলাদেশ সফরে এসে একমাত্র টেস্ট খেলে ভারতে চলে যাবেন রশিদ খানরা। ভারত থেকে ফিরে এসে ঈদুল আজহার পর ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে তারা। জালাল বলেন, ‘এখানে একটা টেস্ট ম্যাচ হবে। এরপর ঈদের সময় ওরা ভারতে সিরিজ খেলতে যাবে। সিরিজ খেলে এসে টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে। এটা আগে থেকেই পরিকল্পনা ছিল। তারা ভারত সিরিজ নিয়ে খুব রোমাঞ্চিত। সিরিজটি নিশ্চিত হয়ে যাওয়ার পর ওরা আমদের এই সূচিতে খেলার অনুরোধ করেছে। আমরা মেনে নিয়েছি। কারণ আমাদের এখানেও ছুটি। কোরবানির ঈদের মধ্যে প্লেয়াররা ছুটিতে থাকবে।’







Discussion about this post