ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হতাশা কাটিয়ে উঠে দুর্দান্ত এক জয়! আগের ম্যাচেই হতাশায় পুঁড়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি)। সেই হারের ধাক্কা সামলে বুধবার শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে স্বাগতিকরা তুলে নিয়েছে নাটকীয় জয়। এই জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফেরাল
সাভারের বিকেএসপিতে ২ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ এইচপি দল। ২৭৪ রানের টার্গেটে নেমে ৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে দল। এ অবস্থায় তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৮৬ রানে হার মেনেছিল স্বাগতিকরা।
জিততে বাংলাদেশ দলের শেষ ২ ওভারে দরকার ছিল ২০। শেষ ২ ওভারে যখন দরকার ছিল ২০ রান। আর শেষ ৩ বলে ১২! ঠিক তখনই ইয়াসিন আরাফাতের ব্যাটে ঝড়। দুটি ছক্কায় ম্যাচটা নিজেদের করে নেন। দুই ছক্কায় ম্যাচ এনে দেন ইয়াসিন আরাফাত। বুধবার বিকেএসপিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কানদের ২ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ দল।
খেলায় শ্রীলঙ্কা দল প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৭৩ রানে অলআউট। জবাব দিতে ৪৯.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে দল পৌঁছে যায় লক্ষ্যে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সহ-অধিনায়ক ইয়াসির আলী তৃতীয় উইকেট জুটিতে করেন ১২৮ বলে ১২০ রান। এরমধ্যে ৭৭ রান আসে শান্তর ব্যাটে। ইয়াসির করেন ৮৫ রান। তারও আগে কামিন্দু মেন্ডিস ৬৫, পাথুম নিসানকা ৫৫, চারিথ আসালঙ্কা ৪৫ ও জিহান দানিয়েল ৪৩ রান তুলে শ্রীলঙ্কাকে ভাল পুঁজি এনে দেন। বাংলাদেশের বোলার শফিকুল ইসলাম তিনটি ও নাঈম হাসান নেন ২টি উইকেট।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। এই ম্যাচে যারা জিতবে সিরিজ তাদেরই!
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ইমার্জিং দল: ৪৯.৪ ওভারে ২৭৩/১০ (নিসানকা ৫৫, আসালঙ্কা ৪৫, আশান ২১, মেন্ডিস ৬৫, বান্দারা ১২, ড্যানিয়েল ৪৩, ফার্নান্দো ৪, আপন্সো ৫, তুষারা ১*; শফিকুল ৩/৫১, নাঈম ২/৩৫, সুমান ১/৫০, আমিনুল ১/৫৩, ইয়াসিন ১/৬১)
বাংলাদেশ হাই পারফরম্যান্স দল: ৪৯.৩ ওভারে ২৭৪/৮ (সাইফ ২৭, নাঈম ৫, শান্ত ৭৭, ইয়াসির ৮৫, আফিফ ১৮, আমিনুল ৮, জাকের ১১, নাঈম ৯*, সুমন ৫, ইয়াসিন ১২*; ফার্নান্দো ২/৩০,আপন্সো ১/৭৪, ড্যানিয়েল ২/৪৬, হাসারাঙ্গা ১/৫৪)
ফল: বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ২ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ইয়াসির আলী চৌধুরী
Discussion about this post