ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দিন কয়েক আগেই পেলেন সুখবর। প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়ার উপলক্ষটা রঙীন করে তুললেন ইয়াসির আলি। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি না হলেও ম্যাচে জোড়া সেঞ্চুরি তুললেন তিনি। তার ব্যাটেই উত্তরাঞ্চলকে হারিয়ে বিসিএলের ফাইনালে পা রাখল পূর্বাঞ্চল। এর আগে তিনবার ফাইনালে খেললেও কখনও শিরোপা পায়নি তারা।
সোমবার তৃতীয় রাউন্ড ম্যাচের শেষ দিনে ৮ উইকেটে জিতেছে পূর্বাঞ্চল।
ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণাঞ্চল। যারা বিসিএলের চারবারের চ্যাম্পিয়ন। দিনের আরেক ম্যাচে মধ্যাঞ্চলের সঙ্গে নাটকীয় ড্র করে ফাইনালে উঠেছে তারা।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ১৪৫ রানে দিন শুশুরু করে। উত্তরাঞ্চল অলআউট হয় ২৫৯ রানে। প্রথম ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন নাঈম হাসান। এবার নিয়েছেন ১০১ রানে ৫ উইকেট।
২৩ বছর বয়সী ইয়াসির ক্যারিয়ার সেরা ১৬৫ রান করেন ১ম ইনিংসে। এবার ৮৮ বলে ৮ চার ও ৫ ছক্কায় ১১০। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ৮ নম্বর সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে জোড়া সেঞ্চুরিতে তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরি এখন মিনহাজুল আবেদীন, শাহরিয়ার হোসেন, তামিম ইকবালদের পাশে।
শনিবার শিরোপা ফাইনাল ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচটি হবে ৫দিনের।
সংক্ষিপ্ত স্কোর-
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৮২.৪ ওভারে ২৭২/১০
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১১৬.৩ ওভারে ৩৩১/১০
উত্তরাঞ্চল ২য় ইনিংস: ১২০.৩ ওভারে ২৬৯ (রনি ৫, জুনায়েদ ৩৬, তানবীর ১৪, নাঈম ইসলাম ৩৫, মুশফিক ৩৮, আরিফুল ৯, মাহিদুল ৪৪, সাইফ উদ্দিন ৪,সানজামুল ২৪, সঞ্জিত ৩৬*, সালাউদ্দিন ১৩; হাসান মাহমুদ ২১-৪-৫৭-১, নাঈম হাসান ৫২-১৫-১০১-৫, সাকলাইন ৩২-১০-৫৮-২, আফিফ ৪-১-১০-০, আশরাফুল ৬-২-২০-০, রাহাতুল ৩.৩-০-৬-১, নাসির ২-০-৮-০)।
পূর্বাঞ্চল ২য় ইনিংস: ৩৪.৫ ওভারে ২১১/২ (পিনাক ১২, আশরাফুল ৭০*, ইয়াসির ১১০, ইমরুল ১৭*; সাইফ উদ্দিন ৭-০-৫৯-০, সানজামুল ১২-১-৬১-১, সঞ্জিত ৮.৫-১-৫৩-০, মুশফিকুর ৩-০-১৭-০ আরিফুল ২-০-১৩-০, নাঈম ইসলাম ২-০-৭-০)
ফল: পূর্বাঞ্চল ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ইয়াসির আলি
Discussion about this post