ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে টেস্ট ও ওয়ানডের প্রাথমিক দল। তার আগে করোনাভাইরাস পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে ক্রিকেটারদের। প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ১০ জানুয়ারি। তার তিন দিন আগেই জৈব সুরক্ষা বলয়ে চলে যাবেন মুশফিকুর রহিম-তামিম ইকবালরা।
এই তথ্যের সঙ্গে দলের তরুণ ক্রিকেটারদের নিয়েও কথা বললেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। মিরপুরের শেরেবাংলায় সোমবার উত্তর দিলেন সাংবাদিকদের নানা প্রশ্নের। তারই চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে-
দলে জায়গা পেলেন অনুর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা পেসার শরিফুল ইসলাম। তাকে নিয়ে বাশার বলছিলেন, ‘দেখুন এটা কিন্তু আমাদের প্রাথমিক স্কোয়াড। এখানে নতুন যারা আছে তারা কিন্ত এই রিসেন্ট টুর্নামেন্টটায় এবং তার আগের টুর্নামেন্টটায় ভালো করেছে। শরিফুল কিন্তু অনেক বছর ধরে ভালো খেলছে। এমনকি শরিফুল কিন্তু আমাদের এ দলেও খেলে এসেছে। এরা কিন্তু আমাদের পাইপলাইনে আছে অনেকদিন ধরে।’
ক্যারিবীয়দের বিপক্ষে দল গড়তে গিয়ে ভাবনায় ছিল ২০২৩ বিশ্বকাপ। এ কারণেই তরুণদের সংখ্যাটাও কম নয় প্রাথমিক দলে। এনিয়ে হাবিবুল বাশার বলছিলেন, ‘নতুন অনুর্ধ্ব ১৯ থেকে নতুন একটা ইউনিট যুক্ত হয়েছে। ওরা এখানে সুযোগ পেয়েছে ওদেরকে সামনে দেখব। আর যারা এই দলে আছে আপনারা দেখেন তারা কিন্তু কম বেশি তিন চার বছর ধরে আমাদের পাইপলাইনে আছেন। তাদেরকে আমরা ধীরে ধীরে গড়ে তুলছি।’
তাহলে কি সিনিয়রদের মূল্যায়ন হবে না? বাশার জানাচ্ছিলেন, ‘অবশ্যই যে টপ ফাইভ সিনিয়র প্লেয়ার আছে তারা তো যতদিন সার্ভিস দিতে পারে খুব ভালো। এই সালের পরে তো আমাদের চিন্তা করতে হবে। নতুনদের আমরা গড়ে দিচ্ছি এদের ছত্রছায়ায়। আমরা চাই না ওরা যখন আসবে তখন যেন সিনিয়র প্লেয়াররা না থাকে। এই জন্য আমরা ছোট ছোট করে একটা একটা করে টিমে অন্তভূক্ত করছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়ত আমরা সামনে অনেক খেলা পাবো ন্যাশনাল টিমের বাইরে এইচপি, এ দলের খেলা পাবো। সেক্ষেত্রে এই নতুন প্লেয়ারদের গড়ে তুলতে আমাদের অনোক সুবিধা হবে। কিন্তু এখন যে অন্তভূক্তি হয়েছে তা গত ২ থেকে ৩ বছরের উপর শুধু এই টুর্নামেন্টের উপর নির্ভর করে না।’
নজর কেড়েছেন পারভেজ হোসেন ইমন। বিশ্বকাপে আলো ছড়ানোর সঙ্গে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন তিনি। তার প্রশংসা করলেন হাবিবুল বাশার। বলেন, ‘ইমন আমার দেখা এক্সসাইটিং ট্যালেন্ট। ওকে আমরা সুযোগ দিচ্ছি যাতে আরো দ্রুত রেডি করা যায়। ফিউচারে যেন ওকে আমরা কাজে লাগাতে পারি। আমরা যে দুটো প্রাকটিস ম্যাচ খেলব ১৪ আর ১৬ সেখানেও আমাদের একটা দল গঠন করতে হবে। এই ছেলেদের আমরা সুযোগ দিচ্ছি যাতে তাদের সাথে খেলে ওরা নিজেদের প্রস্তুত করতে পারে।’
মাশরাফিকে রাখা হয়নি উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রাথমিক দলে। তার আন্তর্জাতিক ক্যারিয়ারটাই প্রায় শেষ। মাশরাফি প্রসঙ্গে বাশার সোমবার বললেন, ‘মাশরাফি ২০ বছর ধরে আমাদের সার্ভিস দিয়ে আসছে। মাশরাফি কি করেছে আমরা সবাই জানি। সো ওর সাথে কারো কম্পেয়ার আমি করব না। ও সবসময় আমাদের জন্য আইকনিক প্লেয়ার ছিল। যেটা বললাম ওভার দ্যা ইয়ারস সে আমাদের দেশকে সার্ভিস দিয়ে এসেছে। যেহেতু আমাদের প্রধান নির্বাচক বলেছেন আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। দেখুন এখনো আমি মনে করি হি ইজ স্টিল গুড বাট এক বছর এটা কঠিন হয়ে যাবে এটাই বাস্তবতা। সেক্ষেত্রে আমরা যদি সামনের দিকে তাকাই নতুন কাউকে সুযোগ দেই। আমরা মনে হয়না ওর সাথে এখনই কাউকে কমপেয়ার করাটা ঠিক হবে।’
Discussion about this post