ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইন্দোর টেস্টে ইনিংস ও ১৩০ রানে হারের পরও বাংলাদেশ তবু আশা হারাচ্ছে না, খুঁজে নিচ্ছে ইতিবাচক কিছু। যদিও সফরকারীদের স্কোর বোর্ডের দিকে তাকালে সেটা পাওয়া খুব কঠিন। কেননা প্রথম ইনিংসে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা গুটিয়েছিল ১৫০ রানে। আর শনিবার দ্বিতীয় দিনে মুশফিকরা করতে পারে মাত্র ২১৩ রান।
এদিকে বোলিং কোনো বিভাগেই কোচের সন্তুষ্টি অর্জন করতে পারেনি বাংলাদেশ। ফিল্ডিংয়েও হাত ফসকেছে ক্যাচ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে তবু অধিনায়ক মুমিনুল বলেছেন আশার কথা, ‘আমি বেশ কিছু ইতিবাচক দিক পাচ্ছি। বিশেষ করে আবু জায়েদ, চার উইকেট পেয়েছে। মুশফিকুর দুই ইনিংসেই (৪৩ ও ৬৪) দারুণ খেলেছে। লিটনও ভালো করেছে। টপ অর্ডার ব্যাটসম্যানদের খুব ভালো লাইন আপের বিপক্ষে খেলতে হয়েছে, এটা একটা চ্যালেঞ্জ। আমাদের ১৫-২০ ওভার টেকার চেষ্টা করতে হবে।’
ইন্দোর টেস্ট শেষ হলেও এখনো টস জিতে বাংলাদেশের ব্যাটিং নেয়ার রহস্য কেউ উন্মোচন করতে পারেনি। তাই শনিবার সে প্রশ্নই আবার ছুঁটে গেল মুমিনুলের কাছে। ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে এখন দ্বিধান্বিত মনে হচ্ছে অধিনায়ককে, ‘ম্যাচের ফলে টস প্রভাব ফেলেছে। এটা বেশ কঠিন ছিল। আমরা জিতে ব্যাটিং বেছে নিয়েছিলাম। সিদ্ধান্তটা আসলেই কঠিন ছিল।’
দীর্ঘদিন পর ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ পেয়েও প্রথম টেস্টে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। তারপরও এখনও আশা হারাচ্ছেন না মুমিনুল। তার চোখ এখন আগামী ২২ নভেম্বরের কলকাতায় দিবারাত্রির টেস্টে, ‘দিবারাত্রির টেস্ট খেলার কোনো অভিজ্ঞতা আমাদের নেই। আমরা সে ম্যাচটা উপভোগ করার চেষ্টা করব।’
Discussion about this post