সত্যিকার অর্থেই স্বপ্নের মতো একটা দিন কাটল বাংলাদেশ ক্রিকেট দলের। আজকের দিনটিকে কিউইদের মাটিতে বাংলাদেশের অন্যতম সেরা দিন বলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। বলবেনই না কেন- ৫ উইকেটে ২৫৮ রানের সঙ্গে ৭০ রান যোগ করে অলআউট নিউজিল্যান্ড। এরপর মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৭৫ রান মুমিনুলদের।
টেস্টে এমন দিন সহসা আসে না বাংলাদেশের। এই দিনে অনন্য এক রেকর্ড গড়লেন সাদমান ইসলাম। মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের চার ব্যাটসম্যানের তুলে দেওয়া ক্যাচ ধরেন বাংলাদেশের ক্রিকেটার সাদমান। তার পথ ধরে এই ওপেনারের নাম লেখা হয়ে গেল রেকর্ডে।
সাদমান এক ইনিংসে ৪ ক্যাচ নিয়ে স্পর্শ করেন দেশসেরা রেকর্ড। উইকেটকিপার ছাড়া বাংলাদেশের হয়ে এক ইনিংসে চারটি ক্যাচ নেওয়ার কৃতিত্ব এর আগে ছিল শুধু সৌম্য সরকারের। এবার সেই রেকর্ড স্পর্শ করলেন সাদমান।
শনিবার টেস্টের প্রথম দিনে শরিফুল ইসলামের বলে শর্ট কাভারে রস টেলরের ক্যাচ নেন সাদমান। দ্বিতীয় দিন শরিফুলের বলেই রাচিন রবীন্দ্রর ক্যাচ নেন তৃতীয় স্লিপে। দেখার মতো ক্যাচ। এরপর মেহেদী হাসান মিরাজের বলে লং অনে কাইল জেমিসনের তুলে দেওয়া ক্যাচ নেন সাদমান।
এরপর অধিনায়ক মুমিনুল হকের বলে রিভার্স সুইপ করেন হেনরি নিকোলস। সেটি শর্ট থার্ড ম্যানে একটু লাফিয়ে বল হাতে নিয়ে রেকর্ড স্পর্শ করেন সাদমান।
এর আগে সৌম্য রেকর্ডটি গড়েন ২০১৭ সালে। দেশের শততম টেস্টে সেবার শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর পি সারা ওভালে তিনি নেন উপুল থারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ ও সুরাঙ্গা লাকমলের তুলে দেওয়া ক্যাচ।
Discussion about this post