বাংলাদেশ ক্রিকেট দলে এখন ইনজুরির মিছিল। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলতে পারেন নি টেস্ট সিরিজে। এমন কী টি-টুয়েন্টি সিরিজেও নেই তিনি। এরইমধ্যে বুধবার জানা গেল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নিশ্চিত নন তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। দুই সিনিয়র ক্রিকেটারই ইনজুরিতে পড়েছেন। বৃহস্পতিবারের ম্যাচের আগে এই ধাক্কা সামলাতে তাদের পরিবর্তে দলে ডাক পেলেন মোহাম্মদ মিথুন।
জানা গেছে তামিম মাইনর মাসল ইনজুরি আর মুশফিকুর রহিমের কবজিতে চোট পেয়েছেন। দুজনকে একাদশে রাখা হবে কিনা তা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজম্যান্ট।অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন,‘গতকাল হঠাৎ ওর (তামিম) মাসলে কিছুটা চোট অনুভব করে। পাশাপাশি মুশফিকও চোট পেয়েছে। মুশফিকের কবজিতেও সামান্য চোট রয়েছে।’
দুজন খেলবেন কিনা নিয়ে রিয়াদ বললেন,‘মুশফিকুর রহীমের খেলার সম্ভাবনা আছে। আমরা আসলে দুজনকেই পেতে আশাবাদী। এখনও আমরা আমাদের সেরা একাদশের জন্য অপেক্ষা করছি। ওদের পাওয়া না পাওয়ার উপর ভিত্তি করেই দল সাজাতে হবে আমাদের।’
বিপিএলে ভাল করার পুরস্কার হিসেবে দলে এসেছেন মিথুন। বিপিএলে শেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে ৩২৯ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এ অবস্থায় তামিম না খেললে সৌম্য সরকারের সঙ্গে তিনি ব্যাটিং ওপেন করবেন।
Discussion about this post