ইনজুরির কাছে হার মানতেই হলো। লড়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু শেষ অব্দি মাঠের বাইরে ছিটকে যেতেই হলো নুরুল হাসান সোহানকে। আগের দিন অনুশীলনে ব্যথা সহ্য করে নামলেও লড়তে পারলেন না। রংপুর রাইডার্সের হয়ে অনুশীলনের পরই আঁচ করা যাচ্ছিল চোট বেশ ভোগাবে তাকে।
সাইড স্ট্রেইনের চোটে ভুগতে থাকা সোহানকে নেটে যেতে মানাও করেন রংপুরের কোচ সোহেল ইসলাম। কিন্তু নিজেকে বাজিয়ে দেখতে থ্রোয়ার নিয়ে নেটে গিয়ে আরো বিপদ ডেকে আনেন সোহান। চোট বাড়ায় ব্যাট ছুড়ে ফেলতেও দেখা যায় তাকে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে সোহানকে।
মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামতে পারলেন না সোহান। তার পরিবর্তে রংপুরকে নেতৃত্ব দিলেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। অবশ্য রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম অবশ্য জানিয়েছেন, সোহানের চোট গুরুতর নয়।
যদিও এটা অনেকটাই নিশ্চিত যে সোহানের এই চোট থেকে সুস্থ হতে প্রায় এক সপ্তাহ লাগবে। অবশ্য গত বছরের জিম্বাবুয়ে সফর থেকেই চোটের সঙ্গে লড়ছেন তিনি। আঙুলের চোটের কারণে সেই সফর থেকে দেশে ফিরে আসতে হয় তাকে। এশিয়া কাপ টি-টুয়েন্টি দলে ছিলেন না। তখন সিঙ্গাপুর গিয়ে আঙুলের অস্ত্রোপচার করান।
গত বছর নিউজিল্যান্ড সফরে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে ব্যথা নিয়েই খেলেন। ঘরের মাঠে ভারত সিরিজে ব্যথানাশক ওষুধ নিয়ে খেলতে হয়েছে সোহানকে। বিপিএলেও সেই ধাক্কা হজম করতে হলো তাকে।
যদিও রংপুরের প্রথম ম্যাচের পর আঙুলের চোটের ব্যাপারে সোহান বলেছিলেন, ‘এসব খেলারই অংশ, এটা নিয়ে বেশি চিন্তা করতে চাই না। এটাকে অজুহাত দেওয়া, আমি আসলে সিদ্ধান্ত নিয়ে কথা বলব না। আমার চোট যে অবস্থায় আছে, সেই অবস্থা মেনে নিয়েই খেলার চেষ্টা করব। যদি ৯টা আঙুল থাকে, ৯টি আঙুল নিয়েই খেলার চেষ্টা করব।’
Discussion about this post