বাংলাদেশ সফরে হঠাৎ করেই ইনজুরিতে পড়লেন দুই শ্রীলঙ্কান বোলার রঙ্গনা হেরাথ এবং সামিন্দা এরাঙ্গা। সর্বশেষ খবর দু’জনেরই মঙ্গলবার থেকে শুরু হওয়া চট্রগ্রাম টেস্টে খেলা হচ্ছে না।
বাঁহাতি স্পিনার হেরাথ ঢাকা টেস্টের দুই ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। আর পেসার এরাঙ্গা নিয়েছেন ৫ উইকেট। হেরাথের জায়গায় অজন্তা মেন্ডিসের খেলাটা প্রায় নিশ্চিত।
এদিকে ঢাকায় ইনিংস ও ২৪৮ রানের অনায়াস জয় পেলেও আত্মতুষ্টিতে থাকছে না শ্রীলঙ্কান ক্রিকেট দল। আরো একটা টেস্ট জিততে মরিয়া পুরো দল। অনুশীলে তাইতো বেশ সিরিয়াস শ্রীলঙ্কা দল।
মঙ্গলবার চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহীম এবং অ্যাঞ্জেলো ম্যাথুসরা। এরপর সেখানেই দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
এদিকে ইনজুরি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল থেকে বাদ করে দিল রঙ্গনা হেরাথকে। একইসঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে মাহেলা জয়াবর্ধানেকে।
সোমবার ওয়ানডে শ্রীলঙ্কার এবং টি-টুয়েন্টি দল ঘোষণা করা হয়েছে।
ওয়ানডে দল: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, কিথুরুয়ান ভিথানাগে, আশান প্রিয়াঞ্জন, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমল, সচিত্র সেনানায়েকে, সেক্কুগে প্রসন্ন, অজন্তা মেন্ডিস এবং অ্যাঞ্জেলো পেরেরা।
টি-টুয়েন্টি দল: দীনেশ চান্দিমাল (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো পেরেরা, নুয়ান কুলাসেকারা, সুরঙ্গা লাকমল, সচিত্র সেনানায়েকে, অজন্তা মেন্ডিস, রঙ্গনা হেরাথ এবং সেক্কুগে প্রসন্ন।
Discussion about this post