টেস্ট সিরিজে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন তিনি। ঢাকায় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মাহেলা জয়াবর্ধানে। টি-টুয়েন্টিতেও ব্যাটিংয়ের সেই ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছিলেন তিনি। তারই প্রস্তুতি নিতে মঙ্গলবার চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামেন। কিন্তু দুভার্গ্য মাহেলার। অনুশীলনে আঙ্গুলে ব্যাথা পান শ্রীলঙ্কান এই ব্যাটসম্যান। আউটফিল্ডে হাই ক্যাচ প্রাকটিস করার সময় হাতের আঙ্গুলে ব্যাথা পান তিনি। বলের সেলাইতে তার বাঁহাতের মাঝ খানের দুই আঙ্গুল ফেটে যায় । রক্তপাত এড়াতে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় মেট্রোপলিটন হাসপাতালে। জানা গেছে মাহেলার আঙ্গুলে তিনটি সেলাই দিতে হয়েছে।
বুধবার বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে দেখা যাবে না মাহেলাকে।
এর আগে ইনজুরিতে পড়ে টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা।
Discussion about this post