এইতো কিছুদিন আগেই ফর্মে ফিরেছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সেই সাফল্য ধরে রেখে এগিয়ে যাওয়ার পথে ছিলেন তামিম ইকবাল। কিন্তু ফের দুসংবাদ! বাঁ হাঁটুর ইনজুরি ফের মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে।
রোববার বাঁ হাঁটুতে এমআরআই করিয়েছেন। ফলাফলটা অবশ্য সুখকর কিছু নয়। শুরুতে ইনজুরিটাকে হ্যামস্ট্রিংয়ের সমস্যা বলা হচ্ছিল। কিন্তু জানা গেছে হাঁটুর মিনিসকাস ছিঁড়ে গেছে!
এ অবস্থায় লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলতে পারছেন না।
দুশ্চিন্তার কারন এখানেই শেষ নয়, সামনেই বিশ্বকাপ। সেখানে তার খেলা নিয়েও এখন তৈরি হল শঙ্কা! জানা গেছে এই ধাক্কা সামলে উঠতে হলে ৩ থেকে ৪ সপ্তাহ প্রয়োজন।
বিশ্বকাপের আগে সেরে উঠতে তামিম ইকবাল অস্ট্রেলিয়া গেছেন। সেখানে দুটি অস্ত্রোপচারের কথা আছে। অস্ত্রোপচার হলে এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
বিশ্বকাপের জন্য ১৫ জনের চূড়ান্ত দল আগামী ৭ জানুয়ারির মধ্যে ঘোষণা করা হবে। আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে বিশ্বকাপ ক্রিকেট।
তার আগে ফিটনেস ফিরে পেতে হবে তামিমকে।
Discussion about this post