পাকিস্তান দলের ব্যাটিং দুর্দশা অনেকদিন ধরেই। সাম্প্রতিক মাসগুলোতে সেই দুর্দশাটা আরও বেড়েছে। ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতায় ডুবতে হচ্ছে দলকে। এ অবস্থায় অনেকেই দীর্ঘমেয়াদের জন্য একজন ব্যাটিং কোচের কথা বলছেন। সাবেক তুখোড় ব্যাটসম্যান ইনজামাম-উল হক ওই পদের একজন প্রার্থী। তিনি মনে করেন, তার অভিজ্ঞতা বিপর্যস্ত পাকিস্তান দলের জন্য সহায়ক হবে। অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে এখনও কোনো প্রস্তাব পাননি তিনি।
পাকিস্তান দলের ভারত সফরের আগে ব্যাটিং উপদেষ্টা করা হয়েছিল তাকে। কিন্তু সেভাবে কাজ করার সুযোগ পাননি ইনজামাম। তবে দীর্ঘমেয়াদের জন্য ব্যাটিং কোচ হওয়ায় তিনি রাজি আছেন বলে জানান। সাবেক এ অধিনায়ক বলেন, ‘পাকিস্তান দলের জন্য ব্যাটিং হওয়ার কোনো প্রস্তাব এখনও পাননি। দরকার হলে ব্যাটিং কোচের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত তিনি।’
পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান মনে করা হয় তাকে। টেস্ট ও ওয়ানডে ক্রিকেট মিলে ২০ হাজারের বেশি রান করেছেন ইনজামাম। বর্তমানে বিখ্যাত ল্যাসিংস ক্রিকেট ক্লাবে সাকলাইন মুশতাক, কোর্টনি ওয়ালশ ও ডেভন ম্যালকমের সঙ্গে কাজ করছেন পাকিস্তানের এ সাবেক ব্যাটিং স্তম্ভ।
বৃহস্পতিবার পাকিস্তানে গুজব রটে যায়-ইনজামামকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু খবরটাকে উড়িয়ে দেন তিনি। ইনজামাম বলেন, ‘আমাকে ব্যাটিং কোচ করা হয়েছে-এ নিয়ে আমার অনেক বন্ধু-বান্ধবই ফোন করেছে। তবে আমি বলতে চাই পিসিবির পক্ষ থেকে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।’
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়ার ট্রেন্ট উডহিলকে ব্যাটিং কোচ করা হয়েছিল। কিন্তু টুর্নামেন্টে একেবারেই বাজে ব্যাটিং করে পাকিস্তানি ব্যাটসম্যানরা। কোনো ম্যাচেই ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। স্বল্প সময়ের জন্য কোচ নিয়োগের সিদ্ধান্ত কাজে দেয়নি। তাই পিসিবি এখন স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগ চায় বলে মনে করা হচ্ছে।
অল্প সময়ের জন্য ব্যাটিং উপদেষ্টার পদটা সুখকর না হলেও ইনজামাম জানান, তিনি ফের পিসিবির সঙ্গে কাজ করতে প্রস্তুত। বলেন, ‘আমি ফের দেশের জন্য কাজ করতে চাই। পিসিবি যদি আমাকে ব্যাটিং কোচ হিসেবে পছন্দ করে তবে আমি কাজ করতে আগ্রহী। ভারত সফরের আগে ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করেছি। আর সেটা ভালো হয়েছে বলেই আমি মনে করি। নতুন এবং সিনিয়র ব্যাটসম্যানদের সাহায্য করতে পারব বলে আশাবাদী।’
Discussion about this post