রীতিমতো ইতিহাস গড়লেন তিনি। সেটা অবশ্য মাঠের ক্রিকেটে নয়। ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি র্যাঙ্কিংয়ের তিন ফরম্যাটের শীর্ষে উঠে এলেন সাকিব আল হাসান।
টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি-তিন ফরম্যাটেই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে এখন এক নম্বর অলরাউন্ডার বাংলাদেশের সাকিব। যিনি সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়কত্ব করেছেন।
সোমবার জানা গেল টেস্ট র্যাঙ্কিংয়ে সাকিব ৩৯৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে। ৩৪১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার তিলকরতেœ দিলশান আর তিন নম্বরে ভারতের রবিচন্দ্রন অশ্বিন (৩১৮)।
আর ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডার তালিকায় শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৪০৩। পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ৩৯৭ রেটিং পয়েন্ট নিয়ে এরপরই। তিন নম্বরে শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তার রেটিং পয়েন্ট ৩৯৫।
অন্যদিকে টি-টুয়েন্টি ক্রিকেটে ৩৭৭ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব শীর্ষে। দ্বিতীয় স্থানে মোহাম্মদ হাফিজ (৩৬৩)। ৩২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে হাফিজের সতীর্থ শহিদ আফ্রিদি।
অবশ্য এর আগেও ক্রিকেটের তিনটি ফরম্যাটেই ভিন্ন ভিন্ন সময়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে দেখা গেছে সাকিবকে। কিন্তু এবারই প্রথম উঠে এলেন সব ফরম্যাটের শীর্ষে। ক্রিকেট ইতিহাসে এমন কীর্তি এবারই প্রথম দেখা গেল।
বাংলাদেশকে আরো একবার আলোচনায় নিয়ে গেলেন তিনি। বাংলাদেশের জান সাকিব আল হাসান!
Discussion about this post