ইতিহাস গড়া সেই দল পা রাখল দেশে। বুধবার বাংলাদেশ সময় পৌনে ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলবেন নারীরা। জিম্বাবুয়েতে বাছাই পর্ব পেরিয়ে সাফল্যের আলোয় উড়ছেন জাহানারা আলম, সালমা খাতুনরা।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে প্রায় তিনদিনের লম্বা ভ্রমণের পর দেশে ফিরলেন তারা। বুধবার সকালে দেশে ফিরেছেন নারী দলের ক্রিকেটাররা। দেশে এসে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে টাইগ্রেসদের।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে প্রায় তিনদিনের লম্বা যাত্রাছিল। গত ২৮শে নভেম্বর দেশের বিমানে উঠেন জাহানারা আলমরা। ওমিক্রনের কারণে নামিবিয়া ও ওমানের মাসকাট হয়ে ফিরতে হলো তাদের।
নভেম্বরের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে জিম্বাবুয়েতে পা রাখে নারী দল। প্রথম ম্যাচে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল পাকিস্তানকে হারিয়ে শুরু হয় টা্এগ্রসদের মিশন। এরপর দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও জিতে দল। যদিও পরের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে হারে কিছুটা বিপাকে পড়ে। কিন্তু তারপরই করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে টুর্নামেন্ট স্থগিত হয়। আর ফরম্যাট অনুযায়ী প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার টিকিট পায় বাংলাদেশ নারী দল।
আইসিসির সবশেষ ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী তিনটি দল সুযোগ পাচ্ছে ২০২২ বিশ্বকাপে। সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ পঞ্চম স্থানে। ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে ষষ্ঠ স্থানে। ২০২২ বিশ্বকাপের আয়োজক। ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল আছে সপ্তম স্থানে। ৬৮ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান নারী দল আছে এরপরই। তারা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে ২০২২ বিশ্বকাপে খেলবে সরাসরি।
Discussion about this post