দেশটির পরতে পরতে যুদ্ধের যন্ত্রনা! এখনো সমস্যা পিছু ছাড়ছে না। কিন্তু সময় তো আটকে থাকে না। কেউ থেমে নেই। তাইতো সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আফগানরাও হয়ে উঠছে পরিনত এক ক্রিকেট দল। তারই একঝলক দেখা মিলল শনিবার রাতে। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান। তারা জিতল ৭৩ রানে অনায়াসে।
সিরিজে ৩-২ ব্যবধানের এই জয়ে মঞ্চস্থ হল নতুন এক অধ্যায়। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এই প্রথম কোনো সহযোগী দেশ জিতল ওয়ানডে সিরিজ!
অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে সাফল্য পাওয়া নতুন নয় আফগানদের। গত বছর জিম্বাবুয়ে সফরে ৪ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে যুদ্ধ বিধ্বস্ত দেশটি।
শনিবার বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নামে সফরকারীরা। তারা ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ রান করে তারা। জবাব দিতে নেমে ৪৪.১ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
ইতিহাস বলছে- জিম্বাবুয়ে সহযোগী দেশগুলোর বিপক্ষে সর্বশেষ খেলা ছয় ম্যাচের চারটিতেই হারল।
Discussion about this post