বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান করে নিতে লড়ে যাচ্ছে নেপাল। এগিয়ে আসছে দেশটির ক্রিকেটাররা। তার এক অনন্য নজির দেখা গেল শনিবার রাতে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। রীতিমতো ইতিহাস গড়েছেন সন্দীপ লামিচান। প্রথম কোনো নেপালি ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হয়েছে তার। দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামেন নেপালের এ স্পিনার।
ম্যাচে অবশ্য ব্যাট করার সুযোগ পাননি লামিচান। তবে বল হাতে অভিষেকেই পেলেন উইকেট। তাকে দিয়ে বোলিং আক্রমণের শুরু করে দিল্লি। প্রথম ওভারে ৬ রান দেন তিনি। পরের ওভারে উইকেট পান। চতুর্থ বলে পার্থিব প্যাটেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। এটিই আইপিএলে তার প্রথম উইকেট।
এবারের আইপিএলের নিলামে সন্দীপ লামিচানকে ২০ লাখ রূপিতে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। ১৭ বছর বয়সী লামিচানের মাঝে অনেকেই বড় ক্রিকেটারের ছাঁয়া দেখেছেন। আর এই ক্রিকেটারটি শচীন টেন্ডুলকারের ব্যাটিং দেখে দেখে বড় হয়েছেন। শেন ওয়ার্নের বোলিং অ্যাকশনটা অনুসরন করেন।
লামিচান এ পর্যন্ত ২১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৪২টি। ক্যারিয়ারে একবার নিয়েছেন ৫ উইকেট।
Discussion about this post