স্বপ্নের মত জয়, নাকি তারও চেয়ে বেশি কিছু? বাংলাদেশ দল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কীর্তি গড়েছে তা রীতিমতো বিস্ময়কর, ইতিহাস গড়ে তবেই থেমেছে লিটন দাসের দল!
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শনিবার বাংলাদেশ পেল ৫৪৬ রানের বিশাল জয়। পাঁচ দিনের টেস্টে এবারই প্রথম কোনো দল জিতলো ৫০০ রানের বেশি ব্যবধানে।
টেস্ট ক্যারিয়ারে তাসকিন আহমেদ প্রথমবার ৫ উইকেটের সুযোগটি পেলেন না। ৩৭ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করলেন তিনি।
তাসকিনের আগে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ইবাদত হোসেন চৌধুরি। পুরো ম্যাচে বাংলাদেশের পেসারদের শিকার ১৪ উইকেট। যা এক ম্যাচে বাংলাদেশি পেসারদের সর্বোচ্চ উইকেটের রেকর্ড।
গেল বছর মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগার পেসাররা নেয় ১৩ উইকেট।
ঢাকা টেস্টের চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশ পায় ৫৪৬ রানের জয়। বাংলাদেশের প্রায় ২৩ বছর ও ১৩৮ টেস্টের ইতিহাসে সবচেয়ে বড় রানের জয় এটি।
আর প্রায় দেড়শ বছর ও আড়াই হাজার টেস্টের ইতিহাসে এরচেয়ে বড় ব্যবধানে জয় আছে মাত্র ২টি। ১৯২৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭৫ রানে জিতেছিল ইংল্যান্ড। এর অর্ধ যুগ পর ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় অস্ট্রেলিয়া।
এর মানে টেস্ট ক্রিকেটে গত ৮৯ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
এই জয়ের প্রধানতম নায়ক নাজমুল হোসেন শান্ত, ঢাকা টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন এই ব্যাটার! ম্যাচ সেরা তিনি ছাড়া আবার কে?
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮২/১০
আফগানিস্তান ১ম ইনিংস: ১৪৬/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ৪২৫/৪ ইনিংস ঘোষণা
আফগানিস্তান ২য় ইনিংস: ১১৫/১০ (আগের দিন ৪৫/২) (রহমত ৩০, শাহিদি ১৩ আহত অবসর, জামাল ৬, জাজাই ৬, বাহির ৭, জানাত ১৮, হামজা ৫, আহমাদজাই ১, মাসুদ ৪*, জাহির ৪ আহত আউট; শরিফুল ১০-১-২৮-৩, তাসকিন ৯-২-৩৭-৪, তাইজুল ৫-১-১৯-০, মিরাজ ২-০-৫-০, ইবাদত ৭-২-২২-১)
ফল: আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৫৪৬ রানে জয়ী
ম্যাচসেরা: নাজমুল হোসেন শান্ত
Discussion about this post