ইতিহাস! ঠিক তাই, নতুন এক ইতিহাস গড়লেন তিনি। ফারজানা হক পিংকি নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। পা রাখলেন ইতিহাসের নতুন বাঁকে। নারীদের ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি হাঁকালেন তিনি।
শনিবার মিরপুরের শেরেবাংলায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে রেকর্ড গড়া শতরান করলেন ফারজানা পিংকি। ৩০ বছর বয়সী ব্যাটার ১৬০ বলে ১০৭ রান করে রান আউট। তার আগেই তো গড়া হয়ে গেল ইতিহাস!
ফারজানার সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ৪ উইকেটে তুলে ২২৫ রান। ভারতের বিপক্ষে বাংলাদেশের এটিই সর্বোচ্চ দলীয় স্কোর। দেশের মাটিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সব মিলিয়ে এর আগের সেরা ছিল ছিল ৯ উইকেটে ২১০, ২০১৩ সালে আহমেদাবাদে এই রান তুলে টাইগ্রেসরা। সব মিলিয়ে সর্বোচ্চ গত বছর পাকিস্তানের বিপক্ষে ২৩৪ রান।
এর আগে ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতেও সেঞ্চুরি করেন ফারজানা। বাংলাদেশের হয়ে দুই ফরম্যাটে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তিনিই। বাংলাদেশের হয়ে ওয়ানডে আগের সর্বোচ্চ ছিল যৌথভাবে সালমা খাতুন ও রুমানা আহমেদের। ভারতের বিপক্ষেই ২০১৩ সালে আহমেদাবাদে ৭৫ রান করেন সালমা, পরের ম্যাচে রুমানাও একই রানে থামেন। এবার তাদের ছাড়িয়ে গেলেন ফারজানা।
এদিন মিরপুরের মাঠে ভারতীয় বোলারদের দেখে-শুনে খেলে ফারজানা ফিফটি পান ৯৭ বলে। তারপর ৪৮তম ওভারে শেফালি ভার্মার বলে বাউন্ডারি হাঁকিয়ে পা রাখেন তিন অঙ্কের ম্যাজিকেল স্কোরে। ১৬০ বল খেলেন তিনি। ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে তার চেয়ে বেশি বল খেলতে পেরেছেন মাত্র আর চার জন ব্যাটার। সর্বোচ্চ ১৭১ বল খেলার রেকর্ড গড়েন আয়ারল্যান্ডের অ্যানি মারি। ১৯৮৯ সালে ডেনমার্কের বিপক্ষে ম্যাচটিতে তিনি রান করেন মাত্র ৬০ রান।
এই ইতিহাস গড়া দিনে বাংলাদেশও পেলো দারুণ এক তৃপ্তি। ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ টাই করল তারা।
Discussion about this post