আজ পাল্লেকেলেতে মঞ্চ প্রস্তুত-ইতিহাসের এক নতুন অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার মাটিতে কখনো ওয়ানডে সিরিজ জেতেনি টাইগাররা। তবে এবার সেই অপূর্ণতা ঘোচাতে প্রস্তুত তারা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হয়ে উঠেছে ফাইনালের সমান গুরুত্বপূর্ণ, যেখানে জয় মানেই ইতিহাস।
প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। ১৬ রানে জয় এনে দেওয়া সেই ম্যাচের নায়ক ছিলেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। তাঁর ৫ উইকেট শিকারে লঙ্কান মিডল অর্ডার কার্যত ধসে পড়ে। তাঁর সঙ্গে দারুণভাবে স্পিন আক্রমণ সাজান শামীম হোসেন পাটোয়ারী ও মেহেদী হাসান মিরাজ। এই স্পিন-ত্রয়ীর সাফল্যই আজকের ম্যাচে বাংলাদেশের জন্য বড় আত্মবিশ্বাসের উৎস।
সিরিজ এখন ১-১ সমতায়, তাই আজকের ম্যাচ জয় মানেই ইতিহাস গড়া। শুধু একটি সিরিজ জয় নয়, এটি হবে শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি।
প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমনের মুখে ফুটে উঠেছিল ইতিবাচক মানসিকতা। শ্রীলঙ্কার মাটিতে কখনো সিরিজ না জেতার কথা শুনে বিস্মিত হয়ে তিনি বলেন, ‘ইতিহাস কেন? জিতি নাই আমরা? আচ্ছা আচ্ছা! কালকের ম্যাচটা অনেক বড়। জিতলে সবার আত্মবিশ্বাস আরও বাড়বে। সবাই হাসিখুশি আছে। ইনশাল্লাহ, আমাদের সেরাটা দেব।’
ইমন ও তানজিদ হাসানের ওপেনিং জুটি দলকে দিচ্ছে ভালো শুরু। ইমন মনে করেন, বড় ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখাই হবে জয়ের চাবিকাঠি। স্পিন আক্রমণের প্রশংসা করে তিনি বলেন, ‘তানভীর, পাটোয়ারী আর মিরাজ ভাই দারুণ বল করেছে। আমাদের জন্য এগুলো বড় পজিটিভ সাইন।’
প্রতিপক্ষ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা সম্পর্কে ইমনের মত, ‘ও ভালো বোলার। তবে আমাকে খুব একটা কষ্ট দেয়নি। আমি যে বলে আউট হয়েছি সেটা আসলে আমারই ভুল।’
ব্যক্তিগতভাবে তামিম ইকবাল ও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ট্রাভিস হেডকে আদর্শ মানেন ইমন। বলেন, ‘তামিম ভাইয়ের খেলা ফলো করতাম। এখন ট্রাভিস হেড খুব ভালো লাগছে।’
আজকের ম্যাচ শুধু একটি খেলা নয়-এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক সম্ভাব্য মাইলফলকের নাম। জয় পেলে পাল্লেকেলেতে লেখা হবে নতুন অধ্যায়-যেখানে টাইগাররা শুধু সিরিজ জিতবে না, বরং ইতিহাসও গড়বে।
Discussion about this post