ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথমবারের মতো ইডেন গার্ডেনে টেস্ট খেলবে বাংলাদেশ। রোমাঞ্চের জন্য এটুকুই যথেষ্ট ছিল টাইগারদের জন্য। কিন্তু তাদের সে মাত্রাটা আরও বাড়িয়ে দিয়েছে প্রথম দিবা-রাত্রির টেস্ট। এই সঙ্গে গোলাপি বলের রহস্য উন্মোচনের হাতছানি। মঙ্গলবার ইন্দোর ছেড়ে কলকাতায় যাওয়ার আগে এমনটাই বলেন পেসার আল-আমিন হোসেন।
দ্বিতীয় টেস্টের ভেন্যুতে নামতে সবাই উন্মুখ হয়ে আছে বলে জানিয়েছেন আল-আমিন ‘আমরা সবাই উন্মুখ হয়ে আছি। সামনে ঐতিহাসিক টেস্ট, গোলাপি বলে। এখানে ভারতও অপরিচিত, আমরাও অপরিচিত। বলটাও নতুন। সেই হিসেবে মনে হয়, ভালো একটা চ্যালেঞ্জিং ম্যাচ হবে।’
গোলাপি বলে টেস্ট খেলার আগে গত তিন-চার অনুশীলন করেছে বাংলাদেশ। এ সুযোগে ইডেনে আরও দুইদিন পাবে সফরকারীরা। এরফলে অতীত ভুলে নতুন কিছুর আশায় করছেন আল-আমিন, ‘শেষ তিন চার দিন ধরে আমরা অনুশীলন করছি। কলকাতায় যাওয়ার পরও দুই তিনদিন সুযোগ পাবো। সবকিছু মিলে অতীতে যা ঘটে গেছে সেগুলো নিয়ে চিন্তা করলে সামনে এগোনো খুব কঠিন। আমরা চিন্তা করছি দলগতভাবে কিভাবে ভালো খেলা যায়, কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়। সেই চেষ্টাই থাকবে কলকাতা টেস্টে।’
ইডেনে উইকেট নিতে আল আমিন মনে করেন ভালো লাইন, লেংথের কোনো বিকল্প নেই, ‘ভালো জায়গায় বল করতে হবে। হ্যাঁ, একটু ব্যবধান আছে। লাল বলের চেয়ে সিম একটু শক্ত। শাইন করা যায় খুব সহজে। সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে ভালো হবে মনে হয়। বলটা খুব ভালো। এখন বল ভালো, সবকিছু ভালো, কন্ডিশনও যদি ভালো থাকে আমরা যারা পেসার খেলবো তাদের দায়িত্ব কিন্তু অনেক। কারণ ভালো জায়গায় বল করতে হবে। নাহলে ওদের কিন্তু সমস্যায় ফেলা যাবে না। ওদের সব ব্যাটসম্যানই টপ্ ক্লাস ব্যাটসম্যান। র্যাঙ্কিংয়ে সেরা দশে ওদের দুই-তিনজন ব্যাটসম্যান আছে। গোলাপি বলে বোলারদের জন্য তাই একটা পরীক্ষা বলে আমার মনে হয়।’
Discussion about this post