ক্রিকবিডি২৪.কম ডেস্ক
নতুনের আবাহন বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে। মা হওয়ার পর প্রথম বড় ট্রফি জেতার অপেক্ষায় ছিলেন সেরেনা উইলিয়ামস। কিন্তু তার স্বপ্ন ভেঙ্গে দিয়ে ট্রফি জিতেন নাওমি ওসাকা। এটিই তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। একইসঙ্গে জাপানের প্রথম কোন টেনিস খেলোয়াড় জিতলেন গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। মেয়েদের এককের ফাইনাল জিতেন ৬-২ ও ৬-৪ গেমে।
২০ বছরের ওসাকা অনায়াসে জিতে নিয়েছেন ইউএস ওপেন। জাপান ওসাকাকে নিয়ে গর্ব করছে এখন। অবশ্য তিনি পুরোপুরি জাপানিজ নন। তিন বছর বয়স থেকেই আছেন যুক্তরাষ্ট্রে। তার বাবা হাইতিয়ান আর মা জাপানের। তিনি জাপান-যুক্তরাষ্ট্র দুই দেশেরই নাগরিক। তবে টেনিস খেলছেন সূর্যোদয়ের দেশটির হয়ে।
হারার পাশাপাশি ফাইনালে চেয়ার আম্পায়ারের সঙ্গে তর্ক জড়িয়ে পড়েছিলেন সেরেনা। মেজাজ নিয়ন্ত্রণে না রাখতে পেরে ম্যাচ চলার সময়ই আম্পায়ার কার্লোস রামোসের সিদ্ধান্তের প্রতিবাদ করেন তিনি। রাগে র্যাকেট ছুড়ে মারেন। বিরতির পর কোর্টে ফেরত আসতে চাননি। পর্তুগিজ আম্পায়ার রামোসের সঙ্গে হাত মেলাননি। সেরেনা তাকে বলেন, ‘আপনি একজন মিথ্যাবাদী। আপনি যতদিন বাঁচবেন আর কোনোদিন আমার কোর্টে থাকবেন না। কখন আপনি আমার কাছে ক্ষমা চাইবেন?’
সেরেনা আরো বলেন, ‘তিনি ছেলেদের কাছ থেকে কখনো ম্যাচ কেড়ে নিতে পারে না! কারণ ওরা তাকে চোর বলে।’ তবে ওসাকার প্রশংসাই করলেন তিনি। বলেন, ‘ওভালো খেলেছে। এটি তাঁর প্রথম গ্র্যান্ডস্লাম। চলুন সবাই মিলে মুহূর্তটা ওর জন্য স্মরণীয় করে তুলি।’
Discussion about this post