ক্রিকবিডি২৪.কম ডেস্ক
এজবাস্টনে ১ আগষ্ট শুরু অ্যাশেজ লড়াই! বার্বাডোজে জন্ম নেওয়া এই পেসার প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট দলে। অবশ্য ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে ঝড় তোলার পর থেকেই ছিলেন আলোচনায়। তুলেছিলেন ২০ উইকেট। সেই সাফল্যের পথ ধরে এবার ডাক পেয়ে গেলেন অ্যাশেজের ইংলিশ দলে।
প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের অধিনায়ক যথারীতি জো রুট। দলে আছেন বেন স্টোকসও। তিনি দলের সহ-অধিনায়ক। দলের পেস আক্রমণে যথারীতি স্টুয়ার্ট ব্রড। সঙ্গে আছেন- ক্রিস ওকস, ওলি স্টোন ও স্যাম কুরান। ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট মিস করলেও অ্যাশেজের প্রথম টেস্টে আছেন জেমস অ্যান্ডারসন।
স্পিন বোলিং অলরাউন্ডার মঈন আলির সঙ্গে আছেন বিশ্বকাপজয়ী জস বাটলার ও জনি বেয়ারস্টো।
তবে আলোচনা থাকছে বেন স্টোকসকে ঘিরেই। ২০১৬ সালে অভিষেকের পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮ ম্যাচ খেলেছেন তিনি। ২৩.৪৪ গড়ে ১৩১ উইকেট নেন এই পেসার। এবার ঝড় তুলবেন অ্যাশেজে।
অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ড দল-
জো রুট (অধিনায়ক), বেন স্টোকস (সহ-অধিনায়ক), জেসন রয়, জনি বেয়ারস্টো, জো ডেনলি, জস বাটলার, ররি বার্নস, মঈন আলি, ক্রিস ওকস, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, ওলি স্টোন ও স্যাম কুরান।
Discussion about this post