একেই বলে মধুর প্রতিশোধ! গ্রুপ পর্বে এই ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু রোববার স্থান নির্ধারণী ম্যাচে তাদেরই বিপক্ষে সহজে জিতে পঞ্চম স্থানের লড়াইয়ে টিকে থাকল অনূর্ধ্ব-১৯ দল। কুইন্সটাউনে আফিফ হোসেনের ব্যাটে-বলে পারফরম্যান্সে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারাল বাংলাদেশ।
ম্যাচে ইংলিশদের ২১৬ রানে আটকে ফেলে বাংলাদেশ। তারপর জবাবে খেলতে নেমে ১৫ বল বাকি রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা। বুধবার কুইন্সটাউনেই পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
ম্যাচে বল হাতে আফিফ নেন ৩ উইকেট। পরে ব্যাট হাতে করেন ৭১ রান। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা তিনিই।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৪৭.২ ওভারে ২১৬ (ব্যান্টন ৬, ব্যাঙ্কস ৭৪, ব্র্রুক ৬৬, জ্যাকস ২, উডস ৪, ট্রিনথ ১, ডেভিস ২৬, সিসোদিয়া ২০, ফিঞ্চ ২, ব্যাম্বার ৬*, পেনিংটন ১; হাসান ৩/২৯, অনিক ২/৪৬, রবিউল ১/২৭, টিপু ০/৫০, রাকিব ১/৩৯, আফিফ ৩/১৮, সাইফ ০/৬)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৭.৩ ওভারে ২২০/৫ (পিনাক ৭, সাইফ ৫৯, আমিনুল ২০, হৃদয় ১০, আফিফ ৭১, রাকিব ২৮*, শাকিল ৬*; ব্যাম্বার ১/৩২, পেনিংটন ০/৩৩, ব্রুক ০/৩৪, ফিঞ্চ ২/৩৬, জ্যাকস ০/২৩, সিসোদিয়া ১/৩২, উডস ১/২৭)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আফিফ হোসেন
Discussion about this post