ম্যাচটাকে ঘিরে তেমন কোন আকর্ষনই ছিল না। কেননা, সেমিফাইনালে উঠার লড়াই থেকে ছিটকে গিয়েছিল ইংল্যান্ড-নেদারল্যান্ডস, দু’দলই। তারপরও চট্রগ্রামে বেশ রঙ ছড়াল এই লড়াই। তাতে ডাচরা জন্ম দিলেন এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের সেরা অঘটন!
সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সুপার টেনে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৪৫ রানে হারল নেদারল্যান্ডস।
ডাচরা টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে তুলে ১৩৪ রান। জবাব দিতে নেমে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা অলআউট মাত্র ৮৮ রানে।
অবশ্য ইংলিশদের বিপক্ষে এর আগেও জিতেছে ডাচরা। ২০০৯ টি-টুয়েন্টি বিশ্বকাপে লর্ডসে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছিল তারা।
সংক্ষিপ্ত স্কোর-
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৩/৫ (সোয়ার্ট ১৩, মাইবার্গ ৩৯, বারেসি ৪৮; ব্রড ৩/২৪)
ইংল্যান্ড: ১৭.৪ ওভারে ৮৮/১০ (হেলস ১২, বোপারা ১৮, জর্ডান ১৪; ফন বিক ৩/৯, বুখারি ৩/১২)
ফল: নেদারল্যান্ডস ৪৫ রানে জয়ী
ম্যাচসেরা: মুদাসসর বুখারি
Discussion about this post