ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতের মাঠে এসে ভারতের মুখোমুখি হওয়া সহজ নয়। সেটা আরও একবার বুঝতে পারল ইংল্যান্ড ক্রিকেট দল। আগের টেস্টে দল হেরেছিল মাত্র দুই দিনে। এবার তিনদিনের মাথায় হার নিয়ে মাঠ ছাড়ল ইংলিশরা। স্পিনের বিরুদ্ধে আত্মসমর্পণ। স্পিনবান্ধব উইকেটে অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন বল হাতে রীতিমতো রাজত্ব করলেন। তাদের দাপটে উড়ে গেল ইংল্যান্ড।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ ও শেষ টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ২৫ রানে জয় তুলে নেয় ভারত। দলটির বিপক্ষে ইংল্যান্ডের এটি সপ্তম ইনিংস ব্যবধানে হার। তিনদিনেই সফরকারীদের হারিয়ে সিরিজ জিতল বিরাট কোহলির দল। এই জয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।
৪ ম্যাচ টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতলেন বিরাহ কোহলিরা। তার পথ ধরে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলো তারা। নিশ্চিত হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা। জুনে লর্ডসে শিরোপা লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহালিরা।
প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২০৫ রানে আটকে দেয় ভারত। এরপর প্রথম ইনিংসে তারা তুলে ৩৬৫ রান। ১৬০ রানের লিড পেয়েই বাজিমাত। দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানে অলআউট জো রুটের দল। ১০ উইকেট ভাগ করে নিয়েছেন অক্ষর-অশ্বিন। ৪৮ রানে ৫ উইকেট নেন অক্ষর। আনেক স্পিনার অশ্বিন ৪৭ রানে নেন ৫টি।
দুর্দান্ত এক সেঞ্চুরিতে ম্যাচ সেরার পুরস্কার পান রিশাভ পান্ত। সর্বোচ্চ ৩২ উইকেট ও এক সেঞ্চুরিতে ১৮৯ রান করে সিরিজসেরা অশ্বিন।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস: ২০৫/১০
ভারত ১ম ইনিংস: ১১৪.৪ ওভারে ৩৬৫/১০ (সুন্দর ৯৬*, অক্ষর ৪৩, ইশান্ত ০, সিরাজ ০; অ্যান্ডারসন ২৫-১৪-৪৪-৩, স্টোকস ২৭.৪-৬-৮৯-৪, লিচ ২৭-৫-৮৯-২, বেস ১৭-১-৭১-০, রুট ১৮-১-৫৬-০)।
ইংল্যান্ড ২য় ইনিংস: ৫৪.৫ ওভারে ১৩৫/১০ (ক্রলি ৫, সিবলি ৩, বেয়ারস্টো ০, রুট ৩০, স্টোকস ২, পোপ ১৫, লরেন্স ৫০, ফোকস ১৩, বেস ২, লিচ ২, অ্যান্ডাসন ১; সিরাজ ৪-০-১২-০, অক্ষর ২৪-৬-৪৮-৫, অশ্বিন ২২.৫-৪-৪৭-৫, সুন্দর ৪-০-১৬-০)।
ফল: ভারত ইনিংস ও ২৫ রানে জয়ী।
সিরিজ: ৪ টেস্টের সিরিজে ৩-১ ব্যবধানে জয়ী ভারত।
ম্যাচসেরা: রিশাভ পান্থ।
সিরিজসেরা: রবিচন্দ্রন অশ্বিন।
Discussion about this post