সিডনি টেস্টে ইংল্যান্ডকে আরো বেশি অসহায় করল অস্ট্রেলিয়ান বোলাররা। এবার তিন দিনেই ২৮১ রানে টেস্ট জিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল অজিরা।
রোববার দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৬৬ রানে অলআউট হয়ে যায়। এনিয়ে অ্যাশেজ ইতিহাসে তৃতীয়বারের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। অ্যাশেজের ১৩০ বছরের ইতিহাসে আর্মস্ট্রং ১৯২০-২১ এবং রিকি পন্টিং ২০০৬-০৭ মৌসুমে এভাবেই উড়িয়ে দিয়েছিলেন।
দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট নিয়েছেন মিচেল জনসন। পাঁচ টেস্টে ১৩.৯৭ গড়ে ৩৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক এ বাঁহাতি পেসার।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩২৬/১০ ও ২য় ইনিংস : ২৭৬/১০ (রজার্স ১১৯, বেইলি ৪৬, হাডিন ২৮, হ্যারিস ১৩; ব্রথউইক ৩/৩৩, ব্রড ২/৫৭, অ্যান্ডারসন ২/৪৬)।
ইংল্যান্ড ১ম ইনিংস : ১৫৫/১০ ও ২য় ইনিংস : ১৬৬/১০ (কারবেরি ৪৩, ব্রড ৪২, স্টোকস ৩২, বেল ১৬; হ্যারিস ৫/২৫, জনসন ৩/৪০, লায়ন ২/৭০)।
ফল : অস্ট্রেলিয়া ২৮১ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : রায়ান হ্যারিস
সিরিজ: অস্ট্রেলিয়া ৫-০ তে জয়ী
ম্যান অব দ্য সিরিজ : মিচেল জনসন
Discussion about this post