ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ লড়াইয়ের আগে ছুটি পাচ্ছেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল। অবশ্য লম্বা সিরিজ, ক্লান্তি থেকে বাঁচতেই ছুটি চেয়েছেন দু’জন। আয়ারল্যান্ড সিরিজ ও ইংল্যান্ড বিশ্বকাপ মিলে এই সফর ৭২ থেকে ৭৪ দিনের। মিশন এরই মধ্যে শুরু হয়েছে।
আয়ারল্যান্ড সফর শেষে দেশে ফিরতে চেয়েছিলেন মুশফিকুর রহিম-সাকিব আল হাসানরা। কিন্তু তাদের সিদ্ধান্ত আমলে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি সিরিজ শেষে ব্যক্তিগত কারণে কয়েকদিনের ছুটি পাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল।
আয়ারল্যান্ড থেকে পরিবার নিয়ে ছুটি কাটাতে দুবাইয়ে ছুটি কাটাতে যাবেন তামিম! এরপরই তারা উড়বেন ইংল্যান্ডে। যেখানে বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেবেন তিনি।
১৭ মে শেষ হবে আয়াল্যান্ডে অনুষ্ঠেয় ত্রি-দেশীয় সিরিজ। তারপরই মাশরাফি-তামিমকে ছাড়া বিশ্বকাপ স্কোয়াডে থাকা অন্য সদস্যরা উড়বেন ইংল্যান্ডে। এ ব্যাপারে বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন জানান, ‘আমি যতটুকু জানি ত্রিদেশীয় সিরিজ শেষে মাশরাফির দেশে ফেরার কথা। তামিম দুবাইয়ে পরিবারের সঙ্গে দেখা করবে। ওখানে দুই-একদিন কাটাবে। এরপর আবার ইংল্যান্ডে যাবে।’
গত বুধবার আয়ারল্যান্ডের ত্রি-দেশীয় সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। সব মিলিয়ে দেশের ক্রিকেট ইতিহাসে এবারই সবচেয়ে বেশি সময় পরিবারকে ছাড়া থাকতে হবে টাইগারদের। যে কারণে দুই সিরিজের মাঝের সময় মুশফিকরা ফিরতে চেয়েছিলেন দেশে। কিন্তু সেটা হচ্ছে না। আয়ারল্যান্ড সিরিজ শেষে দল যাবে ইংল্যান্ডে।
Discussion about this post