শুধু মাত্র দেশপ্রেমই নয়, শ্রীলঙ্কার কোচ হয়ে মোটা অঙ্কের অর্থও পাবেন চন্ডিকা হাথুরুসিংহে। জানা গেছে সেখানেও বাংলাদেশের মতোই অর্থ পাবেন এই কোচ। এমনিতে টাইগারদের কোচ প্রতি মাসে চন্ডিকা হাথুরুসিংহে ২১ লাখ ৭৩ হাজার টাকা বেতন পেতেন। বছরে তার আয় ছিল প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে (এসএলসি)। এক বছরে পাবেন ঠিক আড়াই কোটি টাকার মতোই। সঙ্গে অন্য সুযোগ-সুবিধাও মিলবে। এমনই তথ্য দিয়েছে ক্রিকবাজ নামের একটি ক্রিকেট ওয়েবসাইট।
যদিও শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা এর আগে জানিয়েছিলেন, বাংলাদেশে লোভনীয় অঙ্কের বেতনের চাকরি ছেড়ে শুধু দেশের টানে ফিরে যাচ্ছেন হাথুরুসিংহে। কম বেতনেও চাকুরী করতে রাজি তিনি। কিন্তু পেশাদার হাথুরু অর্থের সঙ্গে কোন আপোষই করেন নি। অর্থ-কড়ি সুযোগ সুবিধা ঠিক মতো আদায় করেই নাম লেখাচ্ছেন শ্রীলঙ্কার কোচ পদে।
এই সপ্তাহে সিডনি থেকে শ্রীলঙ্কায় পৌঁছেছেন হাথুরু। দেশটির কোচ হতে এরইমধ্যে বোর্ডের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে দু’বার বৈঠকও করেছেন তিনি। কিন্তু এখন ব্যাপারটি নিয়ে তেমন কিছুই সংবাদমাধ্যমে প্রকাশ করেনি কোনো পক্ষই। তবে ডিসেম্বরেই দেশটির কোচ হতে পারেন তিনি।
যদিও হাথুরুসিংহে দেশে না ফেরা পর্যন্ত তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরইমধ্যে এসএলসি হাথুরুকে পেতে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির কাছে ঠিঠি দিয়েছে। হাথুরু বাংলাদেশে মাসে ২৫ হাজার ৮০০ ডলার পেতেন। বছরে যা ২ কোটি ৬০ লাখ টাকা। আর শ্রীলঙ্কায় তিনি পাবেন বছরে ৩ লাখ ডলারের প্যাকেজ। তিনিই হবেন লঙ্কানদের ইতিহাসে সবচেয়ে দামী কোচ।
Discussion about this post