ফের ব্যস্ততা বাড়ছে বাংলাদেশ বয়সভিত্তিক দলের। এবার নতুন ভেন্যুতে খেলার অপেক্ষায় তারা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের লড়াই। খুলনার পাশাপাশি রাজশাহীতে হবে এই সিরিজের খেলা।
এমনিতে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিদেশি দলের পদচারণা নেই অনেক দিন ধরে। এবার সেখানে পদচারণা হতে যাচ্ছে। তবে আন্তর্জাতিক ম্যাচ নয়।
৫ ম্যাচ যুব ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১ জুলাই বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকার যুবারা। ঢাকা হয়ে একই দিন দল যাবে খুলনায়। যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৬ জুলাই। পরের দুই ম্যাচ ৯ ও ১১ জুলাই। সিরিজের শেষ দুই ম্যাচ হবে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিথ হবে ১৪ ও ১৭ জুলাই।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজেও তিনটি যুব ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি হয়েছিল রাজশাহীতে। যেখানে খারাপ কেটেছে বাংলাদেশের। ওয়ানডে সিরিজ ৪-১ ব্যাবধানে হারের পর হেরেছে একমাত্র টি-টুয়েন্টি। ২০১৫ সালের পর বাংলাদেশ আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে।
Discussion about this post